কর আদায় বৃদ্ধি করতে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ পণ্য ও সেবার সরবরাহের উপর নির্ধারিত হারে উৎসে কর আদায় করে থাকেন। তবে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট আদায়ে জনবল কম থাকায় ৫ ধরনের প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম মেনে পণ্য ও সেবা সরবরাহকারীর পণ বা মূল্য পরিশোধের সময় উৎসে মূসক কর্তন করে রাখার বিধান করেছে। আজকের এই লেখায় উৎসে মূসক কর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

উৎসে মূসক কর্তন সম্পর্কে স্পষ্টীকরনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বেশ কয়েকটি এস আর ও জারি করেছে। উৎসে মূসক কর্তন হার ও নিয়ম সময়ে সময়ে এসআরও এর মাধ্যমে পরিবর্তন আনা হয়। তাই উৎসে মূসক কর্তন হার ও নিয়ম সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে হলে এস. আর. ও. নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক, এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২২/১৯২-মূসক, এস.আর.ও. নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক সমূহ দেখতে হবে।

আমরা চেষ্টা করেছি, সকল এসআরও এর সমন্বয়ের মাধ্যমে উৎসে মূসক কর্তন হার ও নিয়ম সম্পর্কে হালনাগাদকৃত তথ্য এই লেখায় তুলে ধরতে। তবে যদি এই লেখার পরে যদি নতুন করে কোন এসআরও জারি হয় তাহলে উক্ত এসআরও এর বিধানই পরিপালনীয় হবে। যাইহোক আমরা আজকের লেখায় কখন উৎসে মূসক কর্তন করতে হবে, উৎসে মূসক কর্তন হার এবং উৎসে মূসক কর্তনকারী সত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

উৎসে মূসক কর্তনকারী সত্তা

উৎসে কর আদায় করার জন্য ভ্যাট বিভাগ পাঁচটি প্রতিষ্ঠানকে উৎসে মূসক কর্তনকারী সত্তা হিসেবে ঘোষণা দিয়েছেন যারা পন্য ও সেবার অর্থ পরিশোধের সময় উৎসে মূসক কর্তন করে থাকেন। উৎসে মূসক কর্তনকারী সত্তাসমূহ:

  • সরকারী প্রতিষ্ঠান
  • এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কতৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান
  • ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান
  • মাধ্যমিক বা তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠান
  • লিমিটেড কোম্পানী

আরও বিস্তারিত জানুন- যে সকল প্রতিষ্ঠান উৎসে মূসক কর্তন করবে

⭐️⭐️⭐️ ভ্যাট আইন সম্পর্কে প্রতিদিন আপডেট পেতে এখানে ক্লিক করুন ⭐️⭐️⭐️

কখন উৎসে মূসক কর্তন করতে হবে

ভ্যাট আইনে ৫ ধরনের প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে পণ্য ও সেবা সরবরাহকারীর বিলের বিপরীতে মূসক কর্তন করতে বলা হয়েছে। তবে এই বিধান সকল বিলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এস. আর. ও. নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক এর বিধি ৩ এ যেসকল উৎসে মূসক কর্তন করতে হবে তা স্পষ্ট করা হয়েছে।

(১) আইনের তৃতীয় তফসিলে উল্লেখিত ১৫ শতাংশের কম হ্রাসকৃত হারের বিপরীতে উল্লিখিত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারীর সত্তা হলে সমুদয় মূল্য সংযোজন কর উৎসে কর্তন করতে হবে।

(২) টেন্ডার, চুক্তি বা কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিচের ছকে উল্লেখিত সেবার বিপরীতে বর্ণিত হারে উৎসে মূসক কর্তনকারী সত্তা উৎসে মূসক কর্তন করবে।

ক্রম নংসেবার কোডসেবার বিবরণমূসক উৎসে কর্তন হার
S০০১.১০
S০০১.১০
S০০১.২০
ক) এসি হোটেল
খ) নন এসি হোটেল
গ) রেঁস্তোরা (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদুর্ধ মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছেএমন রেস্টুরেন্ট ব্যতীত)
১৫%
৭.৫%
৫%
S০০২.০০ডেকোরেটর্স ও ক্যাটারার্স১৫%
S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ১০%
S০০৩.২০ডকইয়ার্ড১০%
S০০৪.০০নির্মাণ সংস্থা৭.৫%
S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা১৫%
S০০৮.১০ছাপাখানা১০%
S০০৯.০০নিলামকারী সংস্থা১০%
S০১০.১০ভূমি উন্নয়ন সংস্থা২%
১০S০১০.২০ভবন নির্মাণ সংস্থা
ক) ১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত
খ) ১৬০১ বর্গফুট হইতে তদূর্ধ্ব
গ) পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে
২%
৪.৫%
২%
১১S০১৪.০০ইন্ডেটিং সংস্থা৫%
১২S০১৫.১০ফ্রেইড ফরোয়াডার্স১৫%
১৩S০২০.০০জরিপ সংস্থা১৫%
১৪S০২১.০০প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা১৫%
১৫S০২৪.০০আসবাবপত্র বিপণন কেন্দ্র
ক) উৎপাদন পর্যায়ে (উৎপাদক কারখান হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫%)
খ) বিপণন পর্যায়ে (শোরুম) (উৎপাদন পর্যায়ে ৭.৫% হারে মূসক পরিশোধের চালানপত্র থাকা সাপেক্ষে অন্যথায়, ১৫%)
৭.৫%
৭.৫%
১৬S০২৮.০০কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস১৫%
১৭S০৩১.০০পনের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা১০%
১৮S০৩২.০০কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম১৫%
১৯S০৩৩.০০ইজারাদার১৫%
২০S০৩৪.০০অডিট এন্ড একাউন্টিং ফার্ম১৫%
২১S০৩৭.০০যোগানদান (Procurement Provider)৭.৫%
২২S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১০%
২৩S০৪৩.০০টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী১৫%
২৪S০৪৫.০০আইন পরামর্শক১৫%
২৫S০৪৮.০০পরিবহন ঠিকাদার
ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে
খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে
৫%
১০%
২৬S০৪৯.০০যানবাহন ভাড়া প্রদানকারী১৫%
২৭S০৫০.১০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর১৫%
২৮S০৫০.২০গ্রাফিক ডিজাইনার১৫%
২৯S০৫১.০০ইজ্ঞিনিয়ারিং ফার্ম১৫%
৩০S০৫২.০০শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী১৫%
৩১S০৫৩.০০বোর্ড সভায় যোগাদানকারী১০%
৩২S০৫৪.০০উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী১৫%
৩৩S০৫৮.০০চার্টাড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী১৫%
৩৪S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা৭.৫%
৩৫S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১০%
৩৬S০৬৬.০০লটারির টিকিট বিক্রয়কারী১০%
৩৭S০৬৭.০০ইমেগ্রেশন উপদেষ্টা১৫%
৩৮S০৭১.০০অনুষ্ঠান আয়োজক১৫%
৩৯S০৭২.০০মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান১৫%
৪০S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
৪১S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা১৫%
৪২S০৯৯.৩০স্পন্সরশীপ সেবা (Sponsorship Services)১৫%
৪৩S০৯৯.৬০ক্রেডিট রেটিং এজেন্সি৭.৫%

(৩) অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশেরে বাহিরে অবস্থিত অনাবাসিক ব্যক্তির নিকট হইতে সেবার সেবামূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করবে এবং আদায়কৃত মূসক আদায়কারী ব্যাংক যে মূসক কমিশনারেটে নিবন্ধিত সেই কমিশনারেটের অর্থনৈতিক কোডে জমা প্রদান করবে।

(৪) নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করবে এবং এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকলে বা প্রদেয় মূসক কম প্রদত্ত হলে প্রযোজ্য সমূদয় মূসক ব্যাংক উৎসে আদায় করবে ও ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনারের অর্থনৈতিক কোডে তাহা জমা প্রদান করবে।

(৫) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান বা নবায়নকালে বা ক্ষেত্র বিশেষে কোন সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরুপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫(পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করবে। এছাড়া প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লেখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন (Revenue Sharing), রয়্যালটি, কমিশন, চার্জ, ফি বা অন্য কোনভাবে সমুদয় অর্থের উপর ১৫(পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় হকে।

(৬) “স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর ১৫ (পনেরো) শতাংশ হারে সমুদয় মূসক ‍আদায় করতে হবে।

কখন উৎসে মূসক কর্তন করতে হবে না

এবার জানা যাক যেসকল ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে না। এস. আর. ও. নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক এর বিধি ৫ এর নিম্নোক্ত শর্তাবলী যদি পূরণ হয় তাহলে সেইসকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করার প্রয়োজন নাই।

(১) উৎপাদনকারী ১৫ (পনেরো) শতাংশ হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে মূসক আরোপিত রহিয়াছে এইরুপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক ফরম মূসক ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। (প্রতিস্থাপিত এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২২/১৯২-মূসক দ্বারা)

(১ক) কোনো সরবরাহকারী ফরম মুসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ মূসক হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করতে হবে না :

তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থ-বৎসরে Integrated VAT Administration System (IVAS) হইতে প্রাপ্ত নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত প্রত্যয়নপত্র বা মুসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করতে হবে।

আরো শর্ত থাকে যে, যৌক্তিক কোনো কারণে উক্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র পাওয়া না গেলে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মুসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করতে হবে। (প্রতিস্থাপিত এস.আর.ও. নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক দ্বারা)

(২) বিধি (৩) এর উপবিধি (২) এ বর্ণিত ছকে উল্লেখিত সেবা ব্যতিত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফরম মূসক ৬.৩ এর মাধ্যমে সেবা সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হবে না। (প্রতিস্থাপিত এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২২/১৯২-মূসক দ্বারা)

(৩) জ্বালানী তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিসেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৪) আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৫) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২১ এর আওতায় শূণ্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৬) বিধি ৩ এর উপবিধি (২) এ বর্ণিত ছকে উল্লেখিত বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক – ৬.৩ প্রদান করিলে উৎসে মূসক কর্তন করতে হবে না। 

উৎসে মূসক কর্তনের পর উৎসে মূসক কর্তনকারী সত্তা এবং পণ্য ও সেবা সরবরাহকারীর করণীয় সম্পর্কে জানতে নিচের লেখা দুইটি পড়ে নিন-

উৎসে মূসক কর্তনকারীর করণীয়

উৎসে মূসক কর্তনে সরবরাহকারীর করণীয়

Show CommentsClose Comments

Leave a comment