ঘরে বসেই আয়কর রিটার্ন জমার নিয়মাবলী

ঘরে আয়কর রিটার্ন জমা দিন

আমরা ব্যক্তিগত করদাতার আয়কর রিটার্ন জমা দিয়ে থাকি। (অনলাইন রিটার্ন সারা বাংলাদেশ/ সরাসরি কর অফিসে রিটার্ন জমা শুধুমাত্র ঢাকা ও খুলনা কর অঞ্চল)

ব্যক্তিগত করদাতাগণের করবর্ষ ২০২৩-২০২৪ এর আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারী, ২০২৪

সম্মানিত করদাতা আপনি যদি একজন টিআইএন (TIN) ধারী হোন, তাহলে আজই করবর্ষ ২০২৩-২০২৪ এর আয়কর রির্টান দাখিল করার জন্য নিচের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করে নিনঃ

রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ

ব্যক্তিগত তথ্য :

  1. Photocopy of E-TIN certificate.
  2. Photocopy of NID
  3. Bank Statements (১লা জুলাই ২০২২ হতে ৩০শে জুন ২০২৩ পর্যন্ত)
  4. Last Year’s return. (If applicable)

চাকুরির তথ্য :

  1. Salary certificate/ statement
  2. Provident statement
  3. Withholding Tax statement/ Certificate
  4. Copy of Car tax

ব্যবসায়ের তথ্য:

  1. ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময় অগ্রিম কর প্রদানকৃত চালানের কপি
  2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
  3. সম্পদ ও দ্বায় বিবরনী
  4. ব্যাংক বিবরনী (১লা জুলাই ২০২২ হতে ৩০শে জুন ২০২৩ পর্যন্ত)

বিনিয়োগের তথ্য:

  1. D.P.S (১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ পর্যন্ত) (যদি থাকে)
  2. Insurance certificate (১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ পর্যন্ত) (যদি থাকে).
  3. Share Market Investment Statement (১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ পর্যন্ত) (যদি থাকে)
  4. সঞ্চয় পত্র স্টেটমেন্ট (১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ পর্যন্ত) (যদি থাকে)
  5. FDR statements (১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ পর্যন্ত) (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনী:

  1. Land, House, Apartment (যদি নিজ নামে ১.৭.২২ হতে ৩০.৬.২০২৩ সময়ের মধ্যে কিনে থাকেন বা উত্তরাধিকারসুত্রে প্রাপ্ত হন এর দলিলের ফটোকপি)
  2. Land, Car, Furniture, Electronics, etc. (যদি নিজের নামে ১.৭.২০২২ হতে ৩০.৬.২০২৩ সময়ের মধ্যে বিনিয়োগ থাকলে এর ফটোকপি।)
  3. Bank Loan statement. (যদি নিজ নামে হয়)
  4. Others Loan (যদি নিজ নামে হয়)
  5. কোন উপহার গ্রহণ করা হলে সেই তথ্য

উপরোক্ত তথ্য ছাড়াও আরও যদি কোন লেনদেন হয়ে থাকে সেই সংক্রান্ত তথ্য

যেভাবে আমরা রিটার্ন জমা দিয়ে থাকি?

ধাপ ১: প্রাথমিকভাবে করদাতার সকল তথ্য নিয়ে রিটার্ন জমার পারিশ্রমিক নির্ধারণ করে থাকি।

ধাপ ২: সকল তথ্য অনুযায়ী আয়কর রিটার্ন তৈরি করা হয় এবং সংশ্লিষ্ট কর সার্কেলে জমা প্রদান করে ট্যাক্স একনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করা হয়।

ধাপ ৩: ট্যাক্স একনলেজমেন্ট স্লিপ করদাতাকে দেওয়া হয় এবং পারিশ্রমিক সংগ্রহ করা হয়।

করদাতা যেভাবে যোগাযোগ করবেন

সম্মানিত করদাতা উপরে উল্লেখিত সংশ্লিষ্ট তথ্য যোগাযোগ ফরমে প্রদান করুন অথবা আপনার আগ্রহের কথা আমাদের জানান আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

    আমাদের সাথে যোগাযোগ করুন