ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে মোবাইল ফোন আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় বিনাশুল্কে মোবাইল আনতে পারবেন কিন্তু কতগুলো মোবাইল বিদেশ থেকে আনা যায় তার ভিতর কতগুলো মোবাইল বিনাশুল্কে আনা যাবে, কি পরিমাণ কর দিতে হবে, যাত্রী অপর্যটক ব্যাগেজ বিধিমালা ২০২৩ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নীতিমালায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিদেশ থেকে বিনাশুল্কে কয়টি মোবাইল…
