এস.আর.ও. নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক

কামরুল হাসান নূর

Updated on:

sro-325-ain-2022-206-mushak

উৎসে মূসক কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর সংশোধন করে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করেছে। এস.আর.ও. নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক (SRO 325 AIN/2022/206-Mushak) এ যেসকল নির্দেশনা জারি করা হয়েছে তা হলো- নিয়মিত রিটার্ন (মূসক ৯.১) দেয় এমন সরবরাহকারী কর্তৃক মূসক ৬.৩ এর মাধ্যমে ১৫% হারে যে কোন পণ্য সরবরাহ প্রদান করা হলে সরবরাহগ্রহীতাকে উৎসে মূসক কর্তন করতে হবে না। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ২ এর দফা (৬১) তে উল্লিখিত পণ্য সরবরাহের সংজ্ঞা আলোচ্য ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এস আর ও টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

SRO 325 AIN-2022-206 Mushak
SRO 325 AIN-2022-206 Mushak 2

Leave a Comment