করদাতার আয় থেকে উৎসে কর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সত্তা করদাতার অর্থ পরিশোধকালেই প্রযোজ্য হারে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা করে থাকে। অর্থ পরিশোধের সময়ই এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে আয়কর কর্তন (Tax Deducted at Source or TDS) হিসেবে পরিচিত। কর্তিত এই কর পরবর্তী আয়কর রিটার্ন দাখিলের সময় প্রদেয় করের সঙ্গে সমন্বয় করা যায় এবং প্রযোজ্য ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময় অতিরিক্ত আয়কর পরিশোধ করতে হয় অথবা আয়কর প্রত্যর্পণ সৃষ্টি হয়।
বেতন ছাড়াও এই কর কমিশন, ব্রোকারেজ, রয়্যালটি পেমেন্ট, ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা, একাধিক আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আয়কৃত সুদ বা মুনাফা, লভ্যাংশ, পেশাগত ফি ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রতি বছর কোন খাতে আয়ের কত শতাংশ উৎসে আয়কর কর্তন করতে হবে তার রাজস্ব বোর্ড জারি করে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য উৎসে আয়কর কর্তনের হার (TDS Rate Chart for FY 2023-2024) এর তালিকা রাজস্ব বোর্ড অনুযায়ী উল্লেখ করা হলো
উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২০২৪ l TDS Rate in Bangladesh 2023-24
ক্রমিক নং | ধারা | উৎসের খাত | উৎসে কর কর্তন হার |
---|---|---|---|
১ | ৮৬ | চাকুরী হতে আয় | গড় হারে |
২ | ১০৭ | বাংলাদেশ ব্যাংক বিলের উপর ডিসকাউন্ট | সর্বোচ্চ হারে |
৩ | ১০৬ | সিকিউরিটিজের উপর সুদ | ৫% |
৪ | ৮৯ | ঠিকাদার/সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হতে কর কর্তন | উৎসে কর কর্তন হার দেখতে লিংকে ক্লিক করুন |
৫ | ৯১ | রয়্যালটি ইত্যাদিসহ সকল Intangibles ব্যবহার | ভিত্তিমূল্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত- ২৫% ভিত্তিমূল্য ২৫ লক্ষ টাকার অধিক- ১২% পেমেন্টের সময় প্রাপক ১২ ডিজিটের টিআইএনধারী না হলে উৎসে করের হার আরও ৫০% বেশি হবে |
৬ | ৯১ | উপদেষ্টা অথবা কনসালটেন্সি সার্ভিস | ১০% |
৬ | ৯১ | পেশাগত সার্ভিস, কারিগরি সার্ভিসেস ফি, কারিগরি সহায়তা ফি | ১০% |
৬ | ৯১ | ক্যাটারিং সার্ভিস ক্লিনিং সার্ভিস কালেকশন এন্ড রিকভারি সার্ভিস | কমিশন/ফি প্রদানের ক্ষেত্রে কমিশন/ ফি এর উপর ১০% |
৬ | ৯১ | প্রাইভেট সিকিউরিটি সার্ভিস জনবল সরবরাহ সার্ভিস ক্রিয়েটিভ মিডিয়া সার্ভিস পাবলিক রিলেশন/ জনসংযোগ সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রশিক্ষণ, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন ও ব্যবস্থাপনা সার্ভিস কুরিয়ার সার্ভিস প্যাকিং এন্ড শিফটিং সার্ভিস এছাড়া এরূপ ধরনের অন্য কোন সার্ভিস | গ্রস বিল প্রদানের ক্ষেত্রে গ্রস বিলের উপর ২% |
৬ | ৯১ | মিডিয়া বায়িং এজেন্সি সার্ভিস | কমিশন/ ফি প্রদানের ক্ষেত্রে কমিশন/ফি এর উপর ১০% গ্রস বিল প্রদানের ক্ষেত্রে গ্রস বিলের উপর ০.৬৫% |
৬ | ৯১ | ইন্ডেন্টিং কমিশন | ৮% |
৬ | ৯১ | মিটিং ফিস, ট্রেনিং ফিস বা সম্মানী | ১০% |
৬ | ৯১ | মোবাইল নেটওয়ার্ক অপারেটর কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান | ১২% |
৬ | ৯১ | ক্রেডিট রেটিং সার্ভিস এরূপ ধরনের অন্য কোন সার্ভিস | ১০% |
৬ | ৯১ | মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ | ৮% |
৬ | ৯১ | ব্যাক্তিগত কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড সার্ভিস | ৮% |
৬ | ৯১ | শিপিং এজেন্সি কমিশন | ৮% |
৬ | ৯১ | স্টিভেডরিং/ বার্থ অপারেটর/ টার্মিনাল অপারেটর/ শিপ হ্যান্ডলিং অপারেটর | কমিশন/ ফি প্রদানের ক্ষেত্রে কমিশন/ফি এর উপর ১০% গ্রস বিল প্রদানের ক্ষেত্রে গ্রস বিলের উপর ৫% |
৬ | ৯১ | পরিবহন সার্ভিস ক্যারিং সার্ভিস যানবাহন রেন্টাল সার্ভিস রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স সার্ভিস কোওয়ার্কিং স্পেস প্রোভাইডার সার্ভিস একোমোডেশন প্রোভাইর্ডিং সার্ভিস যেকোন প্রকার শেয়ার ইকোনমিক প্লাটফর্ম | ৫% |
৬ | ৯১ | Wheeling charge in electricity transmission | ৩% |
৬ | ৯১ | ইন্টারনেট সার্ভিস | ১০% |
৬ | ৯১ | উপরে উল্লিখিত নয় এবং কোন ব্যাংক, ইন্সুরেন্স, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা অথবা আর্থিক প্রতিষ্ঠানের সেবা প্রদান নয় এমন কোন সেবা | ১০% |
৭ | ১২২ | সি এন্ড এফ এজেন্টকে প্রদেয় ফি | ১০% |
৮ | ১২৯ | সিগারেট উৎপাদনকারীর নিকট থেকে সিগারেট উৎপাদনের জন্য ব্যান্ড রোলের মূল্যের উপর | ১০% |
৯ | ১১১ | সরকার কর্তৃক সম্পত্তির অধিগ্রহণ বাবদ প্রদেয় ক্ষতিপূরণ | সিটি কপোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীনে ৬% অন্যান্য ক্ষেত্রে ৩% |
১০ | ১০৫ | সঞ্চয়পত্রের মুনাফা | ১০% |
১১ | ৮৮ | শ্রমিক অংশগ্রহণ তহবিল (WPE) হতে সুবিধাভোগীকে অর্থ পরিশোধ | ১০% |
১২ | ১৩০ | ইট প্রস্তুতকারকের নিকট হতে কর সংগ্রহ | এক সেকশন ইট উৎপাদনকারী ইটের ভাটা ৪৫,০০০/- দেড় সেকশন উৎপাদনকারী ইটের ভাটা ৭০,০০০/- দুই সেকশন উৎপাদনকারী ইটের ভাটা ৯০,০০০/- অটোমেটিক উৎপাদনকারী ইটের ভাটা ১,৫০,০০০/- |
১৩ | ৯৬ | ঋণপত্রের (এলসি) কমিশন | ৫% |
১৪ | ৯৫ | বিমান টিকিট বিক্রয় বা কাগো ভাড়া বাবদ ট্রাভেল এজেন্টকে প্রদত্ত কমিশন ডিসকাউন্ট, ইনসেনটিভ বোনাস, অন্য কোন বোনাস বা সুবিধা | ধারা-৯৫ এর বিধান অনুযায়ী |
১৫ | ১৩১ | ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন | ঢাকা উত্তর, দক্ষিন ও চট্টগ্রাম সিটি কপোরেশন জন্য ৩০০০ টাকা অন্যান্য সিটি কপোরেশন ২০০০ টাকা জেলা সদরের পৌরসভার জন্য ১০০০ টাকা অন্যান্য পৌরসভার জন্য ৫০০ টাকা |
১৬ | ১১৩ | ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সি কমিশন | ১৫% |
১৭ | ১১৪ | রেন্টাল পাওয়ার ক্রয় বাবদ | ৬% |
১৮ | ১১০ | কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদিকে ভাড়া/সেবা প্রদান | ৫% |
১৯ | ১২৪ | যে কোন ধরনের সেবা, অনলাইন প্লাটফর্মে ব্যবহারযোগ্য বিজ্ঞাপন ফি, সেবা চার্জ, কমিশন/পারিশ্রমিক, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ হতে বাংলাদেশে ব্যক্তির ব্যাংক হিসাবে প্রেরিত অর্থের উপর [(অ) আইন-২০২৩ ষষ্ঠ তফসিলের অংশ-১ এর দফা ১৭ ও ৩৩ দ্বারা মোট আয় বর্হিভূত অর্থ (আ) কোন নিবাসীর সফওয়্যার বা সেবার বিক্রয়লব্দ অর্থ, যদি উক্ত বিক্রয় বা সেবা হইতে প্রাপ্ত আয় ষষ্ঠ তফসিলের অংশ-১ এর দফা-২১ এর মোট আয় বহিভুত অর্থ হয়] | ১০% |
২০ | ১০৮ | আন্তর্জাতিক ফোন কল বাবদ প্রাপ্তি | IGW- ১.৫% ICX, ANS, BRTC Ges অন্যান্যদের ক্ষেত্রে ৭.৫% |
২১ | ৯৯ | ইন্সুরেন্স পলিসি হোল্ডারদের পরিশোধিত প্রিমিয়ামের অতিরিক্ত অর্থ হতে কর কর্তন (তবে, পলিসি গ্রহীতার মৃত্যুর ক্ষেত্রে কোন কর কর্তন করতে হবে না) | ৫% |
২২ | ৯৮ | সেলুলার ফোন কোম্পানি কর্তৃক আয় বন্ঠন/ রাজস্ব বিভাজন, লাইসেন্স ফি বা অন্য কোন চার্জ | ১০% |
২৩ | ১২০ | আমদানিকারকের আমদানী মূল্যের উপরে | বিধি ১৭ এ এর বিধান অনুযায়ী সর্বোচ্চ ২০% |
২৪ | ১০৯ | গৃহ সম্পত্তি ভাড়া, হোটেল ভাড়া | ৫% |
২৫ | ১৩২ | কোন নিবাসী কর্তৃক জাহাজ ব্যবসা | ধারা-১৩২ এর বিধান অনুযায়ী |
২৬ | ১২১ | জনশক্তি রপ্তানি বাবদ গৃহীত সার্ভিস চার্জ | ১০% |
২৭ | ১২৩ | রপ্তানি আয় হইতে কর সংগ্রহ | ১% |
২৮ | ১৩৭ | স্টক এক্সচেঞ্জের সদস্য হইতে কর সংগ্রহ | শেয়ার, ডিবেঞ্চার ও মিউচুয়াল ফান্ড লেনদেনের ক্ষেত্রে মোট লেনদেনে মূল্যের উপর ০.০৫% এবং অন্যান্য সকল সিকিউরিটিজ লেনদেনের ক্ষেত্রে কমিশনের উপর ১০% সুকুক ও বন্ড হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য নয় |
২৯ | ১৩৩ | একাক্ষ্য নিলামের বিক্রয় বা সম্পত্তি হস্তান্তর ইত্যাদি | ধারা-১৩৩ এর বিধান অনুযায়ী |
৩০ | ৯৩ | অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক ইত্যাদি ব্যক্তিকে প্রদত্ত অর্থ | ১০% |
৩১ | ১১২ | রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা (Export Cash Subsidy) | ১০% |
৩২ | ৯৪ | কমিশন, ডিসকাউন্ট, ফি, ইত্যাদি হইতে কর কর্তন | ধারা-৯৪ এর বিধান অনুযায়ী |
৩৩ | ১১৬ | বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত অর্থ | ১০% |
৩৪ | ১০২ | সঞ্চয়ী আমানত বা স্থাযী আমানতের সুদ ইত্যাদি হইতে কর কর্তন | ধারা-১০২ এর বিধান অনুযায়ী |
৩৫ | ১২৬ | রিয়েল এস্টেট এবং ভূমি উন্নয়ন ব্যবসা | ধারা-১২৬ এর বিধান অনুযায়ী |
৩৬ | ১০০ | বীমা কমিশন | ৫% |
৩৭ | ১০১ | সাধারণ বীমা কোম্পানির সার্ভেয়ার | ১৫% |
৩৮ | ১২৫ | সম্পত্তি হস্তান্তর | ধারা-১২৫ এর বিধান অনুযায়ী |
৩৯ | ১২৮ | সম্পত্তির লীজ এর ক্ষেত্রে | ৪% |
৪০ | ১০৩ | ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে জমার উপর সুদ | ১০% |
৪১ | ৯২ | সংবাদপত্র, সাময়িকী বা বেসরকারি টেলিভিশন, বেসরকারি রেডিও চ্যানেল, ওয়েব সাইট ইত্যাদিতে প্রচারিত বিজ্ঞাপন বিল | ৫% |
৪২ | ১৩৫ | স্পন্সর শেয়ারহোল্ডার বা ডিরেক্টরদের শেয়ার হোল্ডোরেরহস্তান্তর | ৫% |
৪৩ | ১৩৬ | কোন স্টক এক্সেচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তর | ১৫% |
৪৪ | ১১৫ | রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক জমির মালিককে অর্থ পরিশোধ | ১৫% |
৪৫ | ১৩৮ | বানিজ্যিক যানবাহন রেজিস্ট্রেশন ও ফিটন্যাস নবায়ন | ধারা-১৩৮ এর বিধান অনুযায়ী |
৪৬ | ১৩৯ | অভ্যন্তরীণ নৌযান পরিচালানার জন্য অগ্রিম কর | ধারা-১৩৯ এর বিধান অনুযায়ী |
৪৭ | ১১৭ | লভ্যাংশ হইতে কর কর্তন | ক) বাংলাদেশী কোম্পানির ক্ষেত্রে কোম্পানীর উপরে প্রযোজ্য হারে খ) বাংলাদেশী ব্যক্তির ক্ষেত্রে: ১২ ডিজিট টিআইএন থাকিলে- ১০% ১২ ডিজিট টিআইএন না থাকিলে- ১৫% ষষ্ঠ তফসিলের অংশ-১ এর দফা-৩২ অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত হলে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে না |
১১৮ | লটারি ইত্যাদি | ২০% | |
১১৯ | অনিবাসীদের আয় | উৎসে কর কর্তন হার দেখতে লিংকে ক্লিক করুন | |
১৫৩ | মোটর গাড়ির মালিকানাজনিত অনুমিত আয়ের উপর অগ্রিম কর | ধারা-১৫৩ এর বিধান অনুযায়ী | |
১৫৪ | প্রাইভেট লিমিটেড কোম্পনির শেয়ার হস্তাস্তর | ১৫% | |
১২৭ | সরকারী স্টাম্প, কোট ফিন, কার্টিজ পেপার বিক্রয় | ৪% | |
১০৪ | নিবাসী করদাতার সুদ প্রদানের সময় | ১০% | |