ই-পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট অফিস থেকে আপনাকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। উক্তদিনে আপনাকে নিম্নোক্ত কাগজপত্রসহ পাসপোর্ট অফিসে যেতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: ১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ) ২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং) ৩। পেমেন্ট স্লিপ ৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে) ৫। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি…

