অনলাইনে পরিবেশগত ছাড়পত্র (ECC) আবেদন করার নিয়ম

কামরুল হাসান নূর

Updated on:

Environmental Clearance Certificate in Bangladesh

বাংলাদেশ দ্রুত শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। প্রতিদিনই দেশে শিল্প-কলকারখানার পরিমাণ বাড়ছে। তাই শিল্পোয়ননের পাশাপাশি পরিবেশগত প্রভাবের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেকোনো শিল্প ইউনিট বা প্রকল্পের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলা আবশ্যক। পরিবেশ রক্ষা এবং উন্নত করা, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য যেকোন শিল্প-কলকারখানা প্রতিষ্ঠান আগে পরিবেশগত প্রভাব বিবেচনা করা হয় এবং উক্ত উদ্যোগ যদি পরিবেশের জন্য ক্ষতিগ্রস্থ না হয় তাহলে উক্ত প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র বা Environmental Clearance Certificate (ECC) দেওয়া হয়ে থাকে। পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় এই পরিবেশগত ছাড়পত্র (ECC) প্রদান করে থাকে। নির্ধারিত ফির বিনিময়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হয়। এই নিবন্ধনে, পরিবেশগত ছাড়পত্র (ECC) এর নবায়ন ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পরিবেশ ছাড়পত্র কয়টি শ্রেণীতে বিভক্ত

পরিবেশ অধিদপ্তর বিধিমালা ২০২৩ এর বিধি ৫ এ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রমের ব্যান্তি ও উহা হইতে সৃষ্ট সম্ভাব্য দূষণের পরিধি, মাত্রা এবং পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর সন্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করিয়া শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ নিম্নবর্ণিত শ্রেণিতে বিভক্ত করা হয়েছে:

(ক) সবুজ

(খ) হলুদ

(গ) কমলা

(ঘ) লাল

(ক) সবুজ শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তুলনামূলকভাবে খুব কম প্রভাব রহিয়াছে এবং উক্ত শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রহিয়াছে।

(খ) হলুদ শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান ৰা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্থাস্থ্যের উপর মধ্যম মাত্রায় প্রভাব রহিয়াছে এবং উক্ত প্রভাব পরিহার করিবার জন্য এই শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ দূষণ প্রশমনসূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

(গ) কমলা শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান ৰা প্রকল্প বলিতে এইরুপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব রহিয়াছে, যাহা পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিহার করা প্রয়োজন এবং উপযুক্ত পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশগত প্রভাব হাস করা আবশ্যক।

(ঘ) লাল শ্রেণিভুক্ত বলিতে যে সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তীব্র প্রভাব রহিয়াছে যাহা পরিবেশ সংরক্ষণের জন্য উপযুক্ত মাত্রায় পরিহার করা প্রয়োজন এবং উক্ত শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশগত, প্রভাব হাস করিবার জন্য উল্লেখযোগ্য পরিবেশ দুষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণ আবশাক।

পরিবেশগত ছাড়পত্র ফি ও নবায়ন ফি

শিল্প প্রতিষ্ঠান ও ইটভাটার জন্য ভিন্ন পরিবেশগত ছাড়পত্র ফি নির্ধারণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর বিধিমালা ২০২৩ এর তফসিল ৭ এ পরিবেশগত ছাড়পত্র ফি ও নবায়ন ফি এর পরিমাণ উল্লেখ করা হয়েছে।

১. শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্প

ছাড়পত্র ফি ও নবায়ন ফি

বিনিয়োগকৃত অর্থের পরিমাণ (টাকা)ছাড়পত্র ফি (টাকা)নবায়ন ফি (টাকা)
১ (এক) লক্ষ হইতে ৫ (পাঁচ) লক্ষ পর্যন্ত৩,০০০১,৫০০
৫ (পাঁচ) লক্ষ ১ (এক) হইতে ১০ (দশ) লক্ষ পর্যন্ত৬,০০০৩,০০০
১০ (দশ) লক্ষ ১ (এক) হইতে ৫০ (পঞ্চাশ) লক্ষ পর্যন্ত১০,০০০৫,০০০
৫০ (পঞ্চাশ) লক্ষ ১ (এক) হইতে ১ (এক) কোটি পর্যন্ত২০,০০০১০,০০০
১ (এক) কোটি ১ (এক) হইতে ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত৪০,০০০২০,০০০
৫ (পাঁচ) কোটি ১ (এক) হইতে ২০ (বিশ) কোটি পর্যন্ত৮০,০০০৪০,০০০
২০ (বিশ) কোটি ১ (এক) হইতে ৫০ (পঞ্চাশ) কোটি পর্যন্ত১,৬০,০০০৮০,০০০
৫০ (পঞ্চাশ) কোটি ১ (এক) হইতে ১০০ (একশত) কোটি পর্যন্ত২,৪০,০০০১,২০,০০০
১০০ (একশত) কোটি ১ (এক) হইতে ২০০ (দুইশত) কোটি পর্যন্ত৪,০০,০০০২,০০,০০০
২০০ (দুইশত) কোটি ১ (এক) হইতে ৫০০ (পাঁচশত) কোটি পর্যন্ত৬,০০,০০০৩,০০,০০০
৫০০ (পাঁচশত) কোটি ১ (এক) হইতে ১০০০ (এক হাজার) কোটি পর্যন্ত৮,০০,০০০৪,০০,০০০
১০০০ (এক হাজার) কোটি ১ (এক) হইতে ২০০০০ (বিশ হাজার) কোটি পর্যন্ত১০,০০,০০০৫,০০,০০০
২০০০০ (বিশ হাজার) কোটি ১(এক) বা তদ্ধুর্ধ১৫,০০,০০০৭,৫০,০০০

২. ইটভাটা

ছাড়পত্র ফি ও নবায়ন ফি

বিনিয়োগকৃত অর্থের পরিমাণ (টাকা)ছাড়পত্র ফি (টাকা)নবায়ন ফি (টাকা)
১ (এক) লক্ষ হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত৪০,০০০২০,০০০
১ (এক) কোটি ১ (এক) টাকা হইতে ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত৫০,০০০১২,৫০০
৫ (পাঁচ) কোটি ১ (এক) টাকা হইতে ২০ (বিশ) কোটি টাকা পর্যন্ত৮০,০০০২০,০০০
২০ (বিশ) কোটি ১ (এক) টাকা বা তদ্ধুর্ধ১,২০,০০০৩০,০০০

কিভাবে অনলাইনে পরিবেশ ছাড়পত্রের আবেদন করা যায়? – How to Apply for Environmental Clearance Certificate Online

পরিবেশ ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রয়োজনীয় কাগজপত্রসহ ও ফি সহ অনলাইনে আবেদন করতে হয়।

পরিবেশ ছাড়পত্রের আবেদন করা ধাপসমূহ

ধাপ -১: পরিবেশগত ছাড়পত্রের ওয়েবসাইটে প্রবেশ করুন

পরিবেশগত ছাড়পত্রের জন্য প্রথমে ecc.doe.gov.bd ওয়েব Application টি Visit করুন

ধাপ -২: ওয়েবসাইটে রেজিস্ট্রেশন

পরিবেশগত ছাড়পত্রের ওয়েবসাইট ecc.doe.gov.bd এর আসলে একটি লগইন ফরম পাবেন। আপনার যদি পূর্বে একাউন্ট করা থাকে তাহলে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন।

আর যদি লগইন না করা থাকে তাহলে ফরমের নিচে CREATE AN ACCOUNT এর ক্লিক করুন।

নতুন একাউন্ট করার জন্য উদ্যোক্তার নাম, মোবাইল নম্বর, ইমেইলে আইডি প্রয়োজন হবে। উল্লেখ্য যে, উদ্যোক্তাগণ কোন অবস্থাতেই অন্যের ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন না। সকল তথ্য যথাযথভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

ই-মেইল Verification এর মাধ্যমে আপনার Registration টি Active করুন। উল্লেখ্য যে, Verification ইমেইলটি Spam/Inbox এ যেতে পারে। যদি Spam এ DOE নামক ইমেইলটি থাকে,তবে উক্ত ইমেইলটিকে Not Spam করে Inbox নিয়ে আসুন। অত:পর ইমেইলটি Open করে Activation Link ক্লিক করতে হবে।এভাবেই আপনার Account Verified হবে। অথবা Sign In Page এর Verification by phone নামক option এর মাধ্যমে আপনার account টি verified করতে পারেন। অবশেষে আপনার User id এবং Password ব্যবহার করে পরিবেশগত ছাড়পত্রের Application login করুন।

ধাপ -৩: ফরম-১ পূরণ করুন

ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে Application form 1 (আবেদন ফরম-১) যদি না আসে তাহলে Home এ যেয়ে ECC Application এ ক্লিক করুন। তারপরে New Application এ ক্লিক করুন। এই ফরমে সকল তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করুন। যেসকল তথ্য দিতে হবে-

  • আবেদরন ধরণ
  • শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের ধরণ
  • বিভাগ নির্বাচন
  • উদ্যোক্তার নাম
  • উদ্যোক্তার পদবী
  • জাতীয় পরিচয়পত্র
  • ফোন নম্বর
  • ই-মেইল
  • সর্বমোট বিনিয়োগের পরিমাণ
  • জমির পরিমাণ
  • মোট জনবল 
  • ফি প্রদানের ধরণ/চালানের ধরণ
  • ব্যাংক চালান
  • ভ্যাট চালান
  • ট্রেড লাইসেন্স
  • নির্ধারিত ফরমেটে স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
  • শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের নাম
  • উৎপাদিত পণ্যের নাম/ প্রকল্পের কার্যক্রম

ফরম-১ যথাযথভাবে পূরণ হলে Save/Next বাটনে ক্লিক করুন।

ফরম-২ তে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পুরন করুন এবং প্রয়োজনীয় কাগজ গুলো Browse করে Upload করুন।

ফরম-২ যথাযথভাবে পূরণ হলে Save/Next বাটনে ক্লিক করুন।

ফরম -৩ প্রযোজ্য ক্ষেত্রে আসতে পারে। এতে সর্বশেষ পরীক্ষিত Laboratory Information দিয়ে পুরন করুন এবং Next বাটনে ক্লিক করুন।

ফরমগুলো নির্দেশনা মোতাবেক পুরন করার পর Submit Button এ ক্লিক করুন।

উল্লেখ্য যে, Submit করার সাথে সাথে “ECC Application Submit Successfully” মেসেজটি Mobile এবং email এ যাবে । তবে মনে রাখতে হবে যে, তারকা (*) চিহ্নিত Field টি অবশ্যই পুরন করতে হবে। এতে Save স্টাটাস পরিবর্তন হয়ে Submitted প্রদর্শন করবে।

ধাপ -৪: আবেদন সাবমিশনের পর

Details অপশন ক্লিক করেলেই আবেদন ফরমটির পূরুনকৃত যাবতীয় তথ্যাদি প্রদর্শিত হবে।

Download Attachments অপশনের মাধ্যমে আপলোডকৃত ফাইলগুলোর zip কপি সংরক্ষন করা যাবে।

ধাপ -৫: ছাড়পত্র ডাউনলোড

পরিবেশগত ছাড়পত্র আবেদন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন যাচাই বাছাই করবেন এবং কোন comments থাকলে তা সিস্টেমে আপলোড করবেন এবং আবেদনকারী অনলাইনে comments এর reply দিবেন। এছাড়াও আবেদনপত্রের স্ট্যাটাসও একাউন্টে লগইন করে ড্যাশবোর্ডে জানতে পারবেন।

পরিবেশগত ছাড়পত্র অনুমোদিত হলে উদ্যোক্তার একাউন্টে আপলোড করে দেওয়া হবে এবং একাউন্টে লগইন করে ডাউনলোড করা যাবে।

Leave a Comment