ব্যক্তিগত করদাতার আয়কর রিটার্ন ফরম

কামরুল হাসান নূর

Updated on:

IT-11GA

ব্যক্তিগত করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কয়েকটি রিটার্ন ফরম প্রবর্তন করা হয়েছে। ২০২২-২০২৩ কর বছরে ব্যক্তিগত করদাতাগণ নিম্নবর্ণিত আয়কর রিটার্ন ফরমের যেকোন একটি ফরম ব্যবহার করতে পারবেন:

আয়কর ফরমডাউনলোড লিংকযাদের জন্য প্রযোজ্য
ফরম IT-11 GA2016ডাউনলোডসকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য
ফরম IT-11 GAডাউনলোডসকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য
ফরম IT-11 UMAডাউনলোডকেবল বেতনভোগী করদাতার জন্য প্রযোজ্য
ফরম IT-11 CHAডাউনলোডযেসকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে এবং এরুপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশী নয় সে সকল করদাতার জন্য প্রযোজ্য
ফরম IT-GHA 2020ডাউনলোডযেসকল ব্যক্তিগত করদাতার বার্ষিক আয় ৪,০০,০০০ টাকার কম এবং মোট সম্পদ ৪০,০০,০০০ টাকার নিচে শুধুমাত্র তারা এই ফরম ব্যবহার করতে পারবে। তবে শর্ত থাকে যে, যাদের মোটর গাড়ি আছে অথবা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী/অ্যাপার্টমেন্ট আছে তাদের জন্য প্রযোজ্য নয়।

এছাড়াও আয়কর বিভাগ কর্তৃক পরিচালিত স্পট এ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন করদাতার জন্য একটি ভিন্ন রিটার্ন ফরম (IT-11GAGA) রয়েছে, যা কেবল স্পট এ্যাসেসমেন্টেই ব্যবহারযোগ্য।

Leave a Comment