নতুন আয়কর আইন ২০২৩ ২২শে জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর পরিবর্তে এখন আয়কর আইন ২০২৩ কার্যকর হবে। ১৮ জুন সংসদে আয়কর বিল ২০২৩ কন্ঠ ভোটে পাস হয়েছিল এবং ২২শে জুন ২০২৩ তারিখে রাস্ট্রপতির সম্মতি লাভ করেছে।
নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের মাঝামাঝি সময়ে কর আরোপ বা বৃদ্ধি সংক্রান্ত বিধান ব্যতীত আইনের যে কোনও বিধান সংশোধন করতে পারবে।
গত বছরের ৩৮টি সেবার সাথে আরও ৫টি নতুন সেবা সংযুক্ত করে এখন ৪৩টি সেবা গ্রহণে আয়কর রিটার্ন জমা প্রত্যয়ন পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, ১০ লক্ষ টাকার অধিক এফডিআর করতে হলে রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে। ১০ লক্ষ টাকার উপর ঋণ নিতে হলেও রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে।
যেসকল কোম্পানির বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার নিচে তাদের চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী জমা দেওয়ার প্রয়োজন নাই। তবে বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার উপর হলে অবশ্যই চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে।
তবে, নুন্যতম ২০০০ টাকা কর দেওয়ার যে বিধান প্রস্তাব করা হয়েছিল সেইটি নতুন আয়কর আইনে বাতিল করা হয়েছে।
নতুন আয়কর আইন ২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন