Proof of submission of return

আয়কর আইনে সরকারী সেবা ও ব্যাংকিং কার্যক্রমসহ মোট ৪৩টি সেবার সুবিধা নিতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of submission of return) জমা দিতে হবে। আয়কর আইনের ধারা ২৬৪ এ এই ৪৩টি ক্ষেত্রসমূহের তালিকা প্রদান করা হয়েছে। রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of submission of return) বলতে কি বোঝায় এবং যেসকল ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করতে হবে সেই ক্ষেত্রসমূহ এখানে উল্লেখ করা হলো।

রিটার্ন দাখিলের প্রমাণ বলতে কি বোঝায়?

নিচের তিনটি কাগজই রিটার্ন দাখিলের প্রমাণ হিসাবে গণ্য হবে। এর যেকোন একটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে উল্লেখিত ৪৩টি ক্ষেত্রসমূহের সেবা পাওয়া যাবে। “রিটার্ন দাখিলের প্রমাণ” বলতে বোঝাবে-

১. রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgement Slip)

২. করদাতার নাম, টিন এবং কর বৎসর উল্লেখপূর্বক সিস্টেম জেনেরাটেড সার্টিফিকেট

৩. করদাতার নাম, টিন এবং কর বৎসর উল্লেখপূর্বক উপকর কমিশনারের সার্টিফিকেট কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন (Income Tax Certificate)

যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of submission of return) দাখিল করতে হবে

যে ৪৩টি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ করতে হবে, সেগুলো হলো:

১. কররোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে

২. কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে

৩. আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে

৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে

৫. সমবায় সমিতির নিবন্ধন পেতে

৬. সাধারণ বীমার তালিকাভূক্ত সার্ভেয়র হতে এবং লাইসেন্স প্রান্তি ও নবায়ন করতে

৭. সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা এপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে

৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে

৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে বা কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে

১০. The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (LII of 1974) এর অধীন নিকাহ্‌ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে

১১. ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে

১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে

১৩. যেকোন এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটিকর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে

১৪. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোন প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রান্তি ও বহাল রাখতে

১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্ধালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে

১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে

১৭. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে

১৮. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশীপ প্রাপ্তি ও বহাল রাখতে

১৯. আগ্নেয়ান্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে

২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়

২১. পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়

২২. দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে

২৩. পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে

২৪. পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে

২৫. মোটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে

২৬. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে

২৭. গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে

২৮. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক্স উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে

২৯. অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন অর্থ প্রাপ্তিতে

৩০. মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভূক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬,০০০ টাকার উর্ধে কোন অর্থ প্রাপ্তিতে

৩১. বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে

৩২. দ্বি-চক্র ৰা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে

৩৩. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকুলে বিদেশি অনুদান ছাড় করতে

৩৪. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে

৩৫. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে

৩৬. পণ্য সবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে

৩৭. কোন কোম্পানী বা ফার্ম কর্তৃক কোন প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে

৩৮. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিলকালে

৩৯. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ) অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে

৪০. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখতে

৪১. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে

৪২. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের

৪৩. কোনো নিদিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর

বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা হইতে অব্যাহতি দিতে পারিবে।

রিটার্ন দাখিলে প্রমাণ দাখিল না করলে কি হবে?

যেইসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশীপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল ব্যতীত কোনো প্রকার যাচাই-বাচাই, অনুমোদন, অনুমতি, মঞ্জুর, ইস্যু, ছাড়, সম্পাদন বা পেমেন্ট প্রদান হতে বিরত থাকবেন।

কোন বৎসরের রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে?

স্বাভাবিক ব্যক্তি, ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি যিনি কোনো আইন বা আইনি ক্ষমতা রহিয়াছে এইরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত তিনি নিম্নবর্ণিত বংসরসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র দাখিল করিবেন –

ক) নিগমন, নিবন্ধন বা গঠনের বৎসর

খ) নিগমন, নিবন্ধন বা গঠনের পরের বৎসর

কে রিটার্ন দাখিলের প্রমাণাদির সঠিকত যাচাই করবেন?

যে ব্যক্তির নিকট রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা হইবে, সেই ব্যক্তি বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদির সঠিকতা যাচাই করবেন।

রিটার্ন দাখিলের প্রমাণাদির সত্যতা যাচাইয়ে ব্যর্থ হলে কি জরিমানা হবে?

যেইসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল নিশ্চিত করিবেন এবং দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদির সত্যতা যাচাইয়ে ব্যর্থ হলে উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনধিক ১০ (দশ) লক্ষ টাকার জরিমানা আরোপ করতে পারবেন।

যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান ব্যতিরেকে এই ধারার অধীন জরিমানা আরোপ করা যাবে না।

About The Author

Leave a Reply