e Return Registration

সরকার ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে সকল করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত করছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের সকল সরকারী কর্মচারী, সকল তফসীলী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী, সকল টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী, নির্দিষ্ট কয়েকটি বহুজাতিক কোম্পানির জন্য ই-রিটার্ন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো সকল করদাতার জন্যই ই-রিটার্ন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। তাই যারা এখনও ই-রিটার্ন রেজিস্ট্রেশন করেন নাই, তারা দ্রুত ই-রিটার্ন রেজিস্ট্রেশন করে নিন।

যেভাবে ই-রিটার্ন রেজিস্ট্রেশন করবেন

ই-রিটার্ন রেজিস্ট্রেশন একদম সহজ। এরজন্য আপনার নামে রেজিস্ট্রেশনকৃত বায়োমেট্রিক মোবাইল সিম এবং আপনার টিন (TIN) নম্বর প্রয়োজন।

আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা কিভাবে বুঝবেন

ই-রিটার্ন রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর প্রয়োজন। ই-রিটার্ন রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করতে আপনার ফোন থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন

e-Return Registration করার নিয়ম

ই-রিটার্ন রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে e-Return লেখায় ক্লিক করুন। এরপর আপনার ই-রিটার্ন সিস্টেমের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ড থেকে আপনি eReturn লেখায় ক্লিক করুন।

e Return Dashboard

এরপর একটি পপআপ আসবে যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, আপনার eReturn একাউন্ট আছে কিনা। যদি আপনি প্রথমবারের মতো eReturn সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছেন, তাহলে আপনি I don’t have an account এ ক্লিক করুন।

eReturn Option

ই-রিটার্ন রেজিস্ট্রেশন এর জন্য এই ধাপে আপনাকে আপনার টিন (TIN) নম্বর, বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর, এবং ক্যাপচা পূরণ করতে হবে। তারপর Verify বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে।

e Return Sign up

OTP কোডটি দিয়ে নিচে পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (0-9) এবং special character (@, #, %, &, ইত্যাদি) থাকতে হবে। New password এবং Confirm New Password এ একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর Submit বাটনে ক্লিক করলে আপনার ই-রিটার্ন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

eReturn Registration

শেষ কথা

ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের পরে আপনি পূনরায় eReturn সিস্টেম থেকে আপনার টিন ও পাসওয়ার্ড ব্যবহার করে eReturn এ প্রবেশ করুন এবং আপনার রিটার্ন অনলাইনে জমা দিন। যাদের জিরো রিটার্ন তারা সহজেই অনলাইনে জিরো রিটার্ন জমা দেওয়ার নিয়ম অনুসরণ করে আপনার রিটার্নটি দাখিল করতে পারবেন।

About The Author

Leave a Reply

× Contact Support!