’বাংলাদেশ পেটেন্ট আইন-২০২২’ অনুযায়ী, মালিকের অধিকার ২০ বছরের জন্য সুরক্ষিত হবে। এর পরে তা পাবলিক সম্পদ হয়ে যাবে—এমন বিধান রেখেই পেটেন্ট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে পেটেন্ট (স্বত্ব) না মানার ক্ষেত্রে শাস্তি বাড়ানো হয়েছে। বাংলাদেশে কোনো পণ্যের পেটেন্ট না থাকার পরও কেউ যদি দাবি করেন যে তিনি ওই পেটেন্টধারী, অথবা পেটেন্টের আবেদন করেছেন, তা হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে…
