৬৫ (পঁয়ষট্টি) বছর অতিক্রান্ত কোন ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। এতদ্ব্যতীত, নিয়মিত কর্মকর্তা/কর্মচারীগণের অবসর গ্রহণের বয়স নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীগণের জন্য প্রযোজ্য অবসর গ্রহণের বয়সসীমার বিধি-বিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা/কর্মচারীগণের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।

আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি প্রদানের বিধান

আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণার্থে চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারী নিযুক্তির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্যতা নির্ধারণে নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো:

  • আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের নিয়মিত চাকুরিকাল সমাপ্ত হওয়ার পর চূড়ান্ত অবসরের সময় বিদ্যমান নীতিমালা অনুসরণপূর্বক প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্য অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে হবে
  • আর্থিক প্রতিষ্ঠানে যে কোন পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ কোনরূপ প্রভিডেন্ট ফান্ড/গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন না

About The Author

Leave a Reply