ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ নিয়ে এসেছে নগদ ইসলামিক সেবা যা একটি সম্পূর্ণ সুদবিহীন এমএফএস একাউন্ট। এর কার্যক্রম শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত। খুব সহজেই আপনার নগদ অ্যাপটি নগদ ইসলামিক অ্যাপে পরিবর্তন করতে পারেন এবং শরিয়াহসম্মত ও সুদবিহীন লেনদেন করতে পারেন।
এই লেখায় নগদ ইসলামিক অ্যাপ চালু করা পদ্ধতি ও সুবিধা সম্পর্কে জানবো।
যেভাবে নগদ ইসলামিক অ্যাপ সচল করবেন। Nagad Islamic
মাত্র ৪ধাপে আপনার নগদ একাউন্টকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করে ফেলতে পারবেন।
১. প্রথমে নগদ অ্যাপে এ লগইন করে অ্যাপের একদম নিচে আমার নগদ এ ট্যাপ করুন।
২. একাউন্টের ধরন সিলেক্ট করুন। আপনার একাউন্টের ধরন সাধারণ থাকবে। আমরা এইটা ইসলামিক এ পরিবর্তন করবো।
৩. ‘একাউন্টের ধরন” যে সেটিংস পপআপ আসবে, সেই পপআপের নিচে হ্যা লেখায় ট্যাপ করুন।
৪. অভিনন্দন। আপনার নগদ সাধারণ একাউন্টটি এখন নগদ ইসলামিক এ পরিবর্তন হয়ে গেছে এবং নগদ অ্যাপটি ইন্টারফেস সবুজ রঙের হয়ে গেছে।
নগদ ইসলামিক এর সুবিধাসমূহ
নগদ ইসলামিক অ্যাপে বেশকিছু ফিচারসংযুক্ত করা হয়েছে যা শরিয়াহসম্মত ভাবে লেনদেন সহজ করে। নগদ ইসলামিক এর সুবিধাসমূহ
১. ব্যাংক থেকে টাকা আনা
শরিয়াহসম্মত ও সুদবিহীন লেনদেনের পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ ইসলামিক নিয়ে এসেছে ‘ব্যাংক টু নগদ’ অ্যাড মানি সার্ভিস। এখন কোন চার্জ ছাড়াই, আপনার নগদ ইসলামিক একাউন্টে টাকা আনতে পারবেন যখন খুশি তখন। ব্যাংক থেকে যেকোন ‘নগদ ইসলামিক’ একাউন্টে প্রতিদিন ৫ বার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতিমাসে ২৫ বার- সর্বমোট ২,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন।
বর্তমানে আপনি নিচের ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে, ইনস্ট্যান্ট টাকা আপনার নগদ ইসলামিক একাউন্টে আনতে পারবেন। সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটে যেতে নিচের লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের নামের উপর ক্লিক করুন।
ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
- শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড
- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
- প্রাইম ব্যাংক লিমিটেড
- ঢাকা ব্যাংক লিমিটেড
- দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
- দি সিটি ব্যাংক লিমিটেড
- এবি ব্যাংক লিমিটেড
- এনআরবি ব্যাংক লিমিটেড
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- সাইথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
- মেঘনা ব্যাংক লিমিটেড
২. ডোনেশন ও যাকাত
ইসলামি আদর্শে পরিচালিত বিবিধ প্রতিষ্ঠানে নগদ ইসলামিক এমএফএস একাউন্ট থেকে ‘ডোনেশন’ ও ‘যাকাত’ প্রদান করা যাবে।
সারা বছরই ইসলামি আদর্শে পরিচালিত, মানব কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে দান কিংবা যাকাতের টাকা ডোনেট করতে পারবেন নগদ ইসলামিক এমএফএস একাউন্ট থেকে।
ইসলামিক ডোনেশন প্রতিষ্ঠান সমূহ | নাম্বার |
---|---|
আল মারকাযুল ইসলামী | 01995559999 |
আঞ্জুমান মুফিদুল ইসলাম | 01318242999 |
আস-সুন্নাহ ফাউন্ডেশন | 01408203040 |
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট | 01729296296 |
তাসাউফ ফাউন্ডেশন | 01322402218 |
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস | 01841246303 |
যাকাত ডোনেশন প্রতিষ্ঠান সমূহ | নাম্বার |
---|---|
আল মারকাযুল ইসলামী | 01995559999 |
আঞ্জুমান মুফিদুল ইসলাম | 01318242999 |
আস-সুন্নাহ ফাউন্ডেশন | 01408203040 |
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট | 01729296296 |
তাসাউফ ফাউন্ডেশন | 01322402218 |
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন | 01729284257 |
কে কে ফাউন্ডেশন | 01318217020 |
মাস্তুল ফাউন্ডেশন | 01730482279 |
কোয়ান্টাম ফাউন্ডেশন | 01315393646 |
সাজিদা ফাউন্ডেশন | 01777773089 |
অভিযাত্রিক ফাউন্ডেশন | 01701666300 |
ময়মনসিংহ মেডিকেল কলেজ – যাকাত ফান্ড | 01323195586 |
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল – রোগী কল্যাণ সমিতি (যাকাত তহবিল) | 01944917834 |
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস | 01841246303 |
৩. ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম পেমেন্ট
নগদ ইসলামিক এমএফএস একাউন্ট থেকে নির্দিষ্ট ইসলামিক ইস্যুরেন্স পলিসির প্রিমিয়াম দিতে পারবেন খুব সহজেই।
ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠান স্মুমূহ
১। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
২। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
৩। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
৪। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
৫। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
৬। আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
৭। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
৮। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
৯। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
৪. হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস পেমেন্ট
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ্ব। প্রতিবছর বহুসংখক মানুষ হজ্ব পালনের উদ্দেশ্যে তাদের নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস প্যাকেজ নিয়ে থাকে। তাদের সুবিধার জন্যই এই সকল নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে পার্টনারশিপের ভিত্তিতে যুক্ত হয়েছে নগদ ইসলামিক এমএফএস একাউন্ট। এখন মুসলিম ধর্মাবলম্বীরা হজ্ব এবং ওমরাহ পালনের জন্য পেমেন্ট করতে পারবেন এই নগদ ইসলামিক এমএফএস একাউন্টের মাধ্যমে।
প্রতিষ্ঠানসমূহঃ |
---|
আই টি এস হলিডে লিমিটেড |
জাস্ট হলিডেস লি: |
ট্রাভেল জু বাংলাদেশ লিমিটেড। |
হারামাইন হজ ওমরাহ লিমিটেড |
কসমস হলিডে |
এনি ট্যুরিজ্ম |
ইকো ট্রিপারস |
চলঘুরি লিমিটেড |
অরিজিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-ট্যুর হাব |
এলিগেন্ট হলিডেজ |
দুরন্ত ট্যুরিজ্ম |
আরএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস |
সায়রা এয়ার ইন্টারন্যাশনাল |
এসবি এভিয়েশন |
জামা টেকনোলজিস লিমিটেড। |
জামা টেকনোলজিস লিমিটেড।-অনলাইন |
ওশেনিয়া ট্যুরিজম এন্ড ট্রাভেল |
ডিলাইট হলিডে |
অরবিট ট্রাভেল এইড |
উইংস এয়ার |
সানজার এভিয়েশন লি. |
প্লাসিড ইন্টারন্যাশনাল |
আজমেরি ট্রাভেল এজেন্সি |
এওট্রেক ট্যুরিজম লিমিটেড |
বাই এয়ার টিকেট লি. |
ট্র্যাভেল আইল্যান্ড লি. |
ট্রিপ ট্রিকস |
ট্রাস্ট হলিডেজ |
প্ল্যানার্স হলিডে |
জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস |
ট্র্যাভেল গেটওয়ে |
ট্রিপ বিয়ন্ড |
মেক মাই প্ল্যান লিমিটেড |
টিবিডি হলিডেজ |
ট্র্যাভেল ফেয়ার বিডি |
সুরেন ট্রাভেলস |
রাশেল ট্যুরস এন্ড ট্রাভেলস |
ম্যাপ বাংলাদেশের |
জেড ইন্টারন্যাশনাল |
৫. ইসলামিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যথা রাসুল (স.) এর জীবন ও শিক্ষা, আশুরা, সহীহ হাদীস, প্রতিদিনের দোয়া, আল্লাহর ৯৯টি নাম, ইসলামিক নাম, হজ্জ্ব গাইড।
শেষ কথা
ধর্মপ্রাণ মুসলমান যারা শরীয়াভিত্তিক ও সুদবিহীন এমএফএস লেনদেন করতে চাচ্ছেন তাদের জন্য নগদ ইসলামিক একটি দারুন উদ্যোগ। আশা করি আজকে লেখায় সহজেই আপনি আপনার নগদ সাধারণ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পেরেছেন। নগদ সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের নগদ সেকশনে ঘুরে আসুন। এছাড়া নগদ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।