কার্বোনেটেড বেভারেজ এর নূন্যতম কর ৩%

কামরুল হাসান নূর

Updated on:

Minimum Tax on Carbonated Beverages

জাতীয় রাজস্ব বোর্ড ২৯ আগষ্ট, ২০২৩ ইং তারিখে কার্বোনেটেড বেভারেজ এর নূন্যতম কর হ্রাস করে এস. আর. ও. নং ২৫৯-আইন/আয়কর-০৮/২০২৩ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, উক্ত আইনের ধারা ১৬৩ এর উপ-ধারা (৫) এর সারণীর ক্রমিক নং ২ এর কলাম (২) এ উল্লিখিত কার্বনেটেড বেভারেজ এর উপর উহার বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত ন্যুনতম কর হার ৫% হইতে হাস করিয়া ৩% এ নির্ধারণ করিল।

কোনো কোম্পানি, কোনো কর নির্ধারণী বর্ষে কোনো কারণে তাহার মুনাফা বা ক্ষতি যাহাই হউক না কেন, যাহাতে ধারাবাহিক ক্ষতি, বিগত এক বা একাধিক বর্ষে ক্ষতির সমন্বয় বা এই আইনের অধীন অনুমোদিত ভাতা (অবচয় ভাতাসহ) বা বিয়োজন দাবি অন্তর্ভুক্ত, উল্লিখিত হারে কোনো করবর্ষে ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকবে।

এই ন্যূনতম কর ফেরতযোগ্য হইবে না অথবা পূর্ববর্তী এক বা একাধিক বর্ষে ফেরতযোগ্য বকেয়া বা কোনো উৎস হতে কোনো করবর্ষের ফেরতযোগ্য বকেয়ার বিপরীতে সমন্বয়যোগ্য হবে না।

এস. আর. ও. নং ২৫৯-আইন/আয়কর-০৮/২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন ক্লিক করুন।

Leave a Comment