ডিজিটাল মার্কেটিং করহার ১৫%

কামরুল হাসান নূর

Updated on:

Digital Marketing tax rate

ডিজিটাল মার্কেটিং এবং এডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং করহার কর্তন নিয়ে ব্যাংকগুলোর ভিতর যে তারতম্য ছিল তা নিরসনে ১৭ই এপ্রিল ২০২৩ ইং তারিখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি ব্যাখা প্রদান করেন। উক্ত ব্যাখ্যায় ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বলতে কি বোঝায় এবং এডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং (Advertisement Broadcasting) বলতে কি বোঝায় তা স্পষ্ট করা হয়েছে। আর ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) সেবার ক্ষেত্রে করহার ১৫% এবং এডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং (Advertisement Broadcasting) সেবার ক্ষেত্রে ২০% করহার সম্পর্কে অবহিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৮ই মে ২০২৩ ইং তারিখে একটি সার্কুলারের মাধ্যমে সকল ব্যাংককে ‍এনবিআর এর নির্দেশনা মেনে চলতে নির্দেশ প্রদান করে। ৩০শে জুন ২০২৩ ইং তারিখ পর্যন্ত এই করহার প্রযোজ্য থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ব্যাখা অনুযায়ী ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হলে, অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার, প্রচারণা বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) হিসেবে গণ্য হবে। তবে টেলিভিশন বা রেডিওতে প্রচারিত কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না; এসব মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা এডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং (Advertisement Broadcasting) হিসেবে গণ্য হবে। 

Leave a Comment