নিবাসী অনিবাসী কিভাবে নির্ধারিত হয়?

কামরুল হাসান নূর

Updated on:

residential status in income tax Bangladesh

নিবাসী অনিবাসী শ্রেণীর ভিত্তিতে করদাতার আয়কর হার এর তারতম্য হয়। আয়কর আইন ২০২৩ এর ২(৪৫) ধারা অনুযায়ী নিম্নোক্ত করদাতাদের নিবাসী করদাতা হিসাবে গণ্য করা হবে

করদাতা একটি আয় বছরে  (Income Year)  একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ১৮৩ (একশত তিরাশি) দিন বাংলাদেশে থাকেন অথবা কোন ব্যক্তি আয় বছরে একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ৯০ (নব্বই) দিন বাংলাদেশে অবস্থান করেন এবং এর পূর্ববর্তী ৪ (চার) বছরে একটানা বা অনিয়মিতভাবে সর্বমোট কমপক্ষে ৩৬৫ (তিনশত পয়ষট্টি) দিন বাংলাদেশে অবস্থান করেন।

কোন হিন্দু বা অবিভাক্ত পরিবার, ফার্ম বা ব্যত্তিসংঘ যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি  সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয়েছে।

আয় বছরে বাংলাদেশ থেকে সম্পূর্ণ পরিচালনা ও নিয়ন্ত্রিত কোম্পানি।

কোনো  ট্রাষ্ট, তহবিল, সত্বা বা আইনের দ্বারা সৃষ্ট কৃত্তিম ব্যাক্তিসত্তা যাহাদের সৃষ্টি  বাংলাদেশে বলবত কোন আইনের অধীন হইয়াছে বা যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয়েছে।

Leave a Comment