আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে করদাতার ভয় থাকে অডিটের আওতাভুক্ত নিয়ে। উপকর কমিশনার যদি আপনার দাখিলকৃত রিটার্নে তথ্যে সন্তুষ্ঠ না হন, তাহলে উনি রিটার্নটি অডিটের জন্য নির্বাচন করতে পারেন। তবে কয়েকটি শর্ত পূরণ করে রিটার্ন জমা দিলে করদাতা অডিটের চিন্তামুক্ত হতে পারে।

ধারা ১৮০ এর অধীন দাখিলকৃত (স্বনির্ধারনী) কোন রিটার্ন বা সংশোধিত রিটার্ন, অডিটের জন্য নির্বাচন করা হবে না, যদি-

(ক) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটার্ন ব্যতীত অন্যান্য রিটার্ন বা সংশোধিত রিটার্ন যাহা অব্যবহিত পূর্ববর্তী করবর্ষের মোট আয় হইতে অন্যূন ১৫% (পনেরো শতাংশ) অধিক মোট আয় প্রদর্শন করে; এবং

(খ) এইরূপ রিটার্ন বা সংশোধিত রিটার্ন নিম্নবর্ণিতভাবে দাখিল করা হয়, যথা:-

  • কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের সমর্থনকারী সাক্ষ্য (corroborative evidence)
  • সংশ্লিষ্ট বৎসরে দান গ্রহণ ব্যতীত
  • ধারা ৭৬ এর অধীন কর অব্যাহতি প্রাপ্ত আয় প্রদর্শন ব্যতীত বা
  • কোনো প্রত্যর্পণ দাবি ব্যতীত

(গ) করদাতা ধারা ১৭৭ এর অধীন রিটার্ন দাখিল (উৎসে করের রিটার্ন) এবং অংশ ৭ (কর পরিশোধ) এর বিধানাবলী পরিপালন করেন।

Show CommentsClose Comments

Leave a comment