বাংলাদেশে নতুন কোন কোম্পানি, সমিতি (সোসাইটি), পেশাদার সংগঠন করতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে পরিচালিত যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে নির্ধারিত ফি এর মাধ্যমে যথোপযুক্ত কাগজপত্রাদি জমা দিয়ে নামের ছাড়পত্র ও কোম্পানি, সমিতি (সোসাইটি), পেশাদার সংগঠন নিবন্ধন করা যায়।
একটি নতুন কোম্পানি, সমিতি (সোসাইটি), পেশাদার সংগঠন নিবন্ধনে নামকরণ ছাড়পত্র ফি, স্ট্যাম্প ফি, নিবন্ধন ফাইলিং ফি ও অনুমোদিত শেয়ার মূলধনের জন্য ফি প্রদান করতে হয়। কোম্পানির ধরণ অনুসারে কোন খাতে কত টাকা নিবন্ধন ফি দিতে হয় তা নিচের টেবিলে উল্লেখ করা হয়েছে-
প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
নামকরণ ছাড়পত্র ফি- প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।
স্ট্যাম্প ফি
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :
অনুমোদিত মূলধন (টাকা) | ফি(টাকা) |
---|---|
২০,০০,০০০ পর্যন্ত | ৩,০০০ |
২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | ৮,০০০ |
৬,০০,০০,০০০ এর অধিক | ২০,০০০ |
নিবন্ধন ফি
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।
২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :
অনুমোদিত মূলধন (টাকা) | ফি (টাকা) |
---|---|
২০,০০০ পর্যন্ত | শূন্য |
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | শূন্য |
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | শূন্য |
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৫০ |
৫০,০০,০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৮০ |
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি = শূন্য ।
পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
নামকরণ ছাড়পত্র ফি- প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।
স্ট্যাম্প ফি
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন :
অনুমোদিত মূলধন (টাকা) | ফি (টাকা) |
---|---|
২০,০০,০০০ পর্যন্ত | ৪,০০০ |
২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | ৮,০০০ |
৬,০০,০০,০০০ এর অধিক | ২০,০০০ |
নিবন্ধন ফি
১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা করে মোট ৩২০০ বা ৩৬০০ টাকা।
২। অনুমোদিত মূলধনের জন্য :
অনুমোদিত মূলধন (টাকা) | ফি (টাকা) |
---|---|
২০,০০০ পর্যন্ত | শূন্য |
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | শূন্য |
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | শূন্য |
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৫০ |
৫০,০০০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৮০ |
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি = শূন্য।
বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।
২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।
ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
নামকরণ ছাড়পত্র ফি – প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।
স্ট্যাম্প ফি
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা।
বিঃদ্রঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন ও পরিচালকবৃন্দের তালিকার অনুলিপি সরবরাহ বাবদ আরো ১৫০ টাকা প্রযোজ্য হবে।
নিবন্ধন ফি
১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা।
২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :
সদস্য সংখ্যা | ফি (টাকা) |
---|---|
২০ জন পর্যন্ত | ১০০০ টাকা |
২০ থেকে ১০০ জন পর্যন্ত | ২৫০০ টাকা |
১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য | ৩০০ টাকা |
অসীম সংখ্যক সদস্য | ৭৫০০ টাকা |
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি = শূন্য।
সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)
১। নামকরণ ছাড়পত্র ফি : প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ১০০০ টাকা।
২। নিবন্ধন ফি : ১০,০০০ টাকা।
৩। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৪। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি : ১০০০ টাকা।
পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)
১। নামকরণ ছাড়পত্র ফি : প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।
২। নিবন্ধন ফি : ১০০০ টাকা।
৩। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৪। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি : শূন্য।