কিভাবে শুল্ক কর নির্ণয় করা যায়? Calculate Customs Duty

কামরুল হাসান নূর

Updated on:

Calculate Customs Duty

আমদানি বা রপ্তানির ওপর একটি সরকারি করকে শুল্ক কর বলা হয়। বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে আমদানিকারককে বিভিন্ন ধরণের শুল্ক কর পরিশোধ করতে হয়। পণ্যের ধরণ ভেদে এই শুল্ক কর ভিন্ন হয়ে থাকে। ভ্যাট, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অগ্রিম কর, অগ্রিম আয়কর ইত্যাদি পরিশোধ করে পণ্য খালাস করতে হয়। কোন পণ্যে কত টাকা শুল্ক দিতে হবে তা বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইট থেকে অথবা এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন।

How does Customs calculate the Assessable Value for Customs Duty

পণ্য আমদানির সময় কিভাবে বিভিন্ন কর নির্ধারণ করবো, এইটা নিয়ে অনেকেই জটিলতায় পড়েন। তাই একটি উদাহরণ দিয়ে শুল্ক কর নির্ণয় পদ্ধতি বর্ণনা করা হলো।

উদাহরণস্বরূপ, কোন একটি আমদানিকৃত পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য (Assessable Value) ১০০ টাকা, কাস্টমস শুল্ক (Customs Duty) ২৫%, রেগুলেটরি শুল্ক (Regulatory Duty) ৩%, সম্পূরক শুল্ক (Supplementary Duty) ২০%, ভ্যাট (VAT) ১৫%, অগ্রিম আয়কর (Advance Income Tax) ৫% এবং আগাম কর (Advance Tax) ৫% হলে মোট শুল্ক কর মূল্য (Total Tax Incidence) কত হবে?

Assessable Value = ১০০ টাকা

Customs Duty = (AV X rate of tax) = ১০০ X ২৫%= ২৫ টাকা

Regulatory Duty = (AV X rate of tax) = ১০০X ৩%= ০৩ টাকা

Supplementary Duty = (AV+CD+RD) X rate of tax = (১০০+২৫+৩) X ২০= ২৫.৬০ টাকা

VAT= (AV+CD+RD+SD) X rate of tax = (১০০+২৫+৩+২৫.৬০) X ১৫%= ২৩.০৪ টাকা

Advance Income Tax = (AV X rate of tax) = ১০০ X ৫%= ০৫ টাকা

Advance Tax = (AV+CD+RD+SD) X rate of tax = (১০০+২৫+৩+২৫.৬০) X ৫% = ৭.৬৮ টাকা

Total Tax Incidence= (CD+RD+SD+VAT+AIT+AT) = (২৫+৩+২৫.৬০+২৩.০৪+৫+৭.৬৮) = ৮৯.৩২ টাকা

Leave a Comment