বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়।
বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান অগ্রিম কর হার
১ | ৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস | ১৬,০০০ |
২ | ৫২ আসনের অধিক আসন নহে এইরুপ বাস | ১১,৫০০ |
৩ | শীতাতপ নিয়ন্ত্রিত বাস | ৩৭,৫০০ |
৪ | ডাবল ডেকার বাস | ১৬,০০০ |
৫ | শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার | ১৬,০০০ |
৬ | শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরুপ মিনিবাস/কোস্টার | ৬,৫০০ |
৭ | প্রাইম মুভার | ২৪,০০০ |
৮ | ৫ (পাঁচ) টনের অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি | ১৬,০০০ |
৯ | ১.৫ (দেঢ়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরুপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি | ৯,৫০০ |
১০ | ১.৫ (দেঢ়) টনের অধিক নহে এইরুপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি ৰা ট্যাংক লরি | ৪,০০০ |
১১ | পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটো রিক্সা | ৪,০০০ |
১২ | শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব | ১১,৫০০ |
১৩ | শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরুপ ট্যাক্সিক্যাব | ৪,০০০ |
একাধিক বৎসরের মোটরযানের নিবন্ধন করতে হলে কত বৎসরের অগ্রিম কর দিতে হবে?
যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে মোটরযানের অগ্রিম কর হারে উল্লেখিত অগ্রিম করহারের পরিমাণ অনুযায়ী পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করতে হবে।
অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হলে করণীয়
যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি মোটরযানের অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হবে, যেখানে-ক= পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ,এবংখ= পরিশোধের বৎসরে অগ্রিম কর হার অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।
যাদের মোটর যানের অগ্রিম কর দিতে হবে না
যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তাহলে সেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোটর যানের অগ্রিম কর প্রদান করতে হবে:
ক) সরকার ৰা স্থানীয় কর্তৃপক্ষ
খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম
গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশস্থ কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ
ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ
ঙ) সরকারের এমপিওভুক্ত (Monthly Payment Order) কোনো শিক্ষা প্রতিষ্ঠান
চ) সরকারি বিশ্ববিদ্যালয় (public university)
ছ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা; বা
জ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।