জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনে করা দানে কর ছাড়ের সুবিধা দিয়েছে।
গত ১০ অক্টোবর প্রকাশিত একটি statutory regulatory order (SRO) এস. আর. ও. নং ৩৪০-আইন/আয়কর-৪৮/২০২৪ অনুযায়ী, আস-সুন্নাহ ফাউন্ডেশনে যেকোনো দান মোট আয় হতে বিয়োজিত হবে অর্থ্যাৎ উক্ত দানের সমমূল্য আয় করমুক্ত হবে। এই সুবিধা ২০২৯ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তের ফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দানের ব্যাপারে করদাতারা আরও বেশি আগ্রহী হবেন এবং ফাউন্ডেশনটি তাদের দাতব্য কাজ আরও ব্যাপকভাবে পরিচালনা করতে সক্ষম হবে।