নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Number

কামরুল হাসান নূর

Updated on:

Nagad Customer Care Number

খুব অল্প সময়ের ভিতর নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিস বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যদিও এখন পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে বিকাশ সবচেয়ে এগিয়ে কিন্তু নগদও বেশ ভালো করছে। তাছাড়া নগদে সার্ভিস চার্জ কম হওয়ায় এবং সারা বছর বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার থাকায় নগদের গ্রাহক সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কারণে নগদের গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগের প্রয়োজন হয়। নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও কিভাবে সেবা পেতে পারেন এই বিষয়ে আমরা আজবে আলোচনা করবো।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Number

নগদ সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার জন্য যেকোনো সময় যোগাযোগ করুন নগদ কাস্টমার কেয়ার নাম্বারে। নগদ কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 16167 or 09609616167. এই দুইটা নাম্বারের যেকোন একটিতে ফোন দিয়ে সরাসরি নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারেন।

⭐️⭐️⭐️ আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google News এ Follow করুন ⭐️⭐️⭐️

নগদ কাস্টমার কেয়ার ই-মেইল Nagad Customer Care E-mail

নগদ কাস্টমার কেয়ার সেবা নিতে প্রয়োজনে আপনি ইমেইলও করতে পারেন। নগদ কাস্টমার কেয়ার ই-মেইল হচ্ছে info@nagad.com.bd

নগদ সেবা Nagad Sheba

আপনি যদি চান নগদ কাস্টমার কেয়ারে যেয়ে সরাসরি কথা বলবেন, তাহলে সারা বাংলাদেশে নগদ সেবার যে অফিস আছে, সেখানের যেকোন একটিতে যেতে হবে। নগদ সেবার প্রধান কার্যালয় ডেল্টা ডাহলিয়া টাওয়ার (লেভেল ১৩ ও ১৪), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। আপনি নগদের প্রধান কার্যালয় অথবা অন্য যেকোন নগদ সেবা অফিস থেকেই এই নগদ সেবা নিতে পারেন।

নগদ সেবা অফিস এর পরিপূর্ণ তালিকা পেতে অথবা আপনার নিকটস্থ নগদ সেবা অফিসের ঠিকানা জানতে এইখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে রবি থেকে বৃহঃষ্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (সরকারী ছুটি ব্যতিত) আপনার সরাসরি নগদ সেবা অফিসে যেয়ে কাস্টমার প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে নগদ সেবা নিতে পারেন।

শেষ কথা

নগদ কাস্টমার কেয়ার হেল্পলাইন, ই-মেইল, ও নগদ সেবা কেন্দ্র এর সকল তথ্যই আমরা এইখানে উল্লেখ করেছি। এর ভিতর আপনার সুবিধাজনক যেকোন একটি মাধ্যম ব্যবহার করে নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান করুন অথবা তথ্য নিন।

Leave a Comment