মোটর গাড়ির অগ্রিম কর হার ২০২৩-২০২৪

কামরুল হাসান নূর

Updated on:

Car Tax Bangladesh

প্রত্যেক ব্যক্তিগত মোটরযানের মালিকের উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয় রহিয়াছে মর্মে গণ্য হবে এবং তিনি নির্ধারিত হারে ও পদ্ধতিতে অগ্রিম আয়কর পরিশোধ করিবেন।

মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়।

মোটর যান বলতে কি বোঝায়?

আয়কর আইনে ধারা ১৫৩ (৮) এ মোটর যান বলতে কি ধরনের যানবাহনকে বোঝায় তা বলা হয়েছে। এখানে “মোটরযান” অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হবে। তবে বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান অর্থ্যাৎ বাস, মিনিকোস্টার, পিকআপ ভ্যান, প্রাইম মুভার, ট্রাক, ট্যাক্সিক্যাব; ইহার অন্তর্ভুক্ত হবে না।

মোটর গাড়ির অগ্রিম কর হার ২০২৩-২০২৪ l Car Tax in Bangladesh

ক্রমিক নংগাড়ির ধরণ ও ইঞ্জিন ক্ষমতাঅগ্রিম করের পরিমাণ (টাকায়)
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য২৫,০০০
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের উর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের উর্ধ্বে  নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য৫০,০০০
২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের উর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের উর্ধ্বে  নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য৭৫,০০০
২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের উর্ধ্বে , তবে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের উর্ধ্বে  নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য
১,২৫,০০০
৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের উর্ধ্বে , তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের উর্ধ্বে  নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য
১,৫০,০০০
৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের উর্ধ্বে  প্রতিটি মোটরযানের জন্য
২,০০,০০০
মাইক্রোবাস৩০,০০০

বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান অগ্রিম কর হার

একাধিক মোটরযান থাকলে অগ্রিম কর কত হবে?

কোনো ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, এক এর অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করতে হবে।

একাধিক বৎসরের মোটরযানের নিবন্ধন করতে হলে কত বৎসরের অগ্রিম কর দিতে হবে?

যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে মোটরযানের অগ্রিম কর হারে উল্লেখিত অগ্রিম করহারের পরিমাণ অনুযায়ী পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করতে হবে।

অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হলে করণীয়

যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি মোটরযানের অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হবে, যেখানে-

ক= পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ,

এবং

খ= পরিশোধের বৎসরে অগ্রিম কর হার অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।

যাদের মোটর যানের অগ্রিম কর দিতে হবে না

যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তাহলে সেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোটর যানের অগ্রিম কর প্রদান করতে হবে:

ক) সরকার ৰা স্থানীয় কর্তৃপক্ষ

খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম

গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশস্থ কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ

ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ

ঙ) সরকারের এমপিওভুক্ত (Monthly Payment Order) কোনো শিক্ষা প্রতিষ্ঠান

চ) সরকারি বিশ্ববিদ্যালয় (public university)

ছ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা; বা

জ). অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।

মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর হতে নিয়মিত উৎস আয়ের করদায় কম হলে কি অতিরিক্ত অগ্রিম কর ফেরত পাওয়া যাবে?

যেইক্ষেত্রে কোনো ব্যক্তি মোটর যানের জন্য নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরুপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হবে যাহার উপর গণনাকৃত করদায় মোটর যানের জন্য অগ্রিম কর এর অধীন সংগৃহীত।

মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর অপেক্ষা নিয়মতি উৎস করদায় কম হলে মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হবে না।

Leave a Comment