VAT Deduction at Source Bangladesh

উৎসে মূসক কর্তনের জন্য নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। যাদেরকে উৎসে মূসক কর্তনকারী সত্তা বলা হয়ে থাকে। উৎসে মূসক কর্তনকারী সত্তা কখন মূসক কর্তন করবেন, সেই সম্পর্কে এস. আর. ও. নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক এর মাধ্যমে মূল্য সংযোজন কর (মূসক) আদায় বিধিমালা প্রণয়ন করা হয়। এই লেখায় পণ্য ও সেবার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তনকারী সত্তা উৎসে মূসক কর্তন করবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যে সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে

পণ্য ও সেবার মূল্য পরিশোধের সময় উৎসে মূসক কর্তন করার বিধান ভিন্ন। ভ্যাট আইনে ৫ ধরনের প্রতিষ্ঠানকে এনবিআর এর পক্ষ হয়ে বিল পরিশোধের সময়ে মূসক কর্তন করতে হবে।

পণ্য সরবরাহকারীর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন

আইনের তৃতীয় তফসিলে উল্লেখিত ১৫ শতাংশের কম হ্রাসকৃত হারের বিপরীতে উল্লিখিত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারীর সত্তা হলে সমুদয় মূল্য সংযোজন কর উৎসে কর্তন করতে হবে। যদি কোন পণ্য সরবরাহকারী তৃতীয় তফসিলের উল্লেখিত পণ্য ব্যতিত অন্য কোন পণ্য ১৫% হারে কর চালানসহ পণ্য সরবরাহ করে তাহলে সেক্ষেত্রে উৎসে মূসক কর্তনকারী সত্তা উৎসে মূসক কর্তন করবে না।

সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন

টেন্ডার, চুক্তি বা কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২১ এর বিধি ৩ এ মোট ৪৩টি সেবার নাম উল্লেখ করা হয়েছে যেসকল সেবার মূল্য পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে মুসক কর্তন করতে হবে। নিচের লিংকে ক্লিক করে ৪৩টি সেবার ভ্যাট সম্পর্কে বিস্তারিত জানুন।

৪৩টি সেবার বাধ্যতামূলক উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫

ব্যাংক যেসকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করবে

অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশেরে বাহিরে অবস্থিত অনাবাসিক ব্যক্তির নিকট হইতে সেবার সেবামূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করবে এবং আদায়কৃত মূসক আদায়কারী ব্যাংক যে মূসক কমিশনারেটে নিবন্ধিত সেই কমিশনারেটের অর্থনৈতিক কোডে জমা প্রদান করবে।

নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে ১৫(পনেরো) শতাংশ হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করবে এবং এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকলে বা প্রদেয় মূসক কম প্রদত্ত হলে প্রযোজ্য সমূদয় মূসক ব্যাংক উৎসে আদায় করবে ও ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনারের অর্থনৈতিক কোডে তাহা জমা প্রদান করবে।

সরকারী প্রতিষ্ঠান যেসকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করবে

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান বা নবায়নকালে বা ক্ষেত্র বিশেষে কোন সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরুপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫(পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করবে। এছাড়া প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লেখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন (Revenue Sharing), রয়্যালটি, কমিশন, চার্জ, ফি বা অন্য কোনভাবে সমুদয় অর্থের উপর ১৫(পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় হকে।

স্থান ও স্থাপনা ভাড়ার ক্ষেত্রে উৎসে মূসকের বিধান

“স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর ১৫ (পনেরো) শতাংশ হারে সমুদয় মূসক ‍আদায় করতে হবে।

শেষ কথা

উৎসে মূসক আদায় বিধিমালা সময়ে সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এস আর ও এর মাধ্যমে পরিবর্তন করে। তবে আমরা সর্বশেষ সংস্করণটায় এইখানে প্রকাশ করেছি।

About The Author

Leave a Reply

× Contact Support!