VDS 2021

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১৩৫, ধারা ৪৯ ও ১২৭খ এর ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২১ নামে নতুন এস আর ও প্রকাশ করে। এস আর ও নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক

এই এস আর ও এর মাধ্যমে পূর্বের উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২০ রহিত করা হয়েছে। এস আর ও নং ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক এর ৯টি ধারায় যথাক্রমে শিরোনাম, সংজ্ঞা, যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে, যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন, যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না, উৎসে মূসক কর্তনকারীর করণীয়, সরবরাহকারীর করণীয়, জরিমানা ও সুদ এবং বিবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২১ এস আর ও  টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

ডাউনলোড

About The Author

Leave a Reply

Related Posts

× Contact Support!