কোম্পানি করহার ২০২১

কামরুল হাসান নূর

Updated on:

Corporate Tax Rate 2021

অর্থ আইন ২০২১ এর পাবলিক ও প্রাইভেট কোম্পানি (ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর, তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানি ব্যতিত) এর করহারে পরিবর্তন এসেছে। সর্বোপরি কোম্পানি করহার ২০২১ ছকের মাধ্যমে নিচের টেবিলে উল্লেখ করা হলো:

ক্রমিক নং কোম্পানির ধরন কর বছর ২০২০-২১ কর বছর ২০২১-২২
Publicly traded company  (ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর, তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানি ব্যতিত) ২৫% ২২.৫%
Non Publicly traded company (ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর, তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানি ব্যতিত)* ৩২.৫% ৩০%
এক ব্যক্তি কোম্পানি ২৫%
Publicly traded ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতিত) ৩৭.৫% ৩৭.৫%
Non Publicly traded ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতিত) ৪০% ৪০%
মার্চেন্ট ব্যাংক ৩৭.৫% ৩৭.৫%
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানি ৪৫% ৪৫%
Non Publicly traded মোবাইল ফোন অপারেটর ** ৪৫% ৪৫%
Publicly traded মোবাইল ফোন অপারেটর (মোবাইল ফোন অপারেটর যদি উহার পরিশোধিত মূলধনের নুন্যতম ১০% শেয়ার, যাহার মধ্যে Pre Initial Public Offering Placement ৫% এর অধিক থাকতে পারবে না) ৪০% ৪০%
১০ বাংলাদেশে নিবন্ধিত কোন কোম্পানি বা বাংলাদেশে নিবন্ধিত নহে এইরুপ বিদেশি কোম্পানির মুনাফা প্রত্যাবসন অনুসারে লভ্যাংশ হিসেবে গণ্য প্রযোজ্য কর ২০% ২০%
১১ সমবায় সমিতি (সমবায় সমিতি আইন, ২০০১ অনুযায়ী নিবন্ধিত) ১৫% ১৫%
১২ কোম্পানি ব্যতিত বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতিত) করদাতা ৩০% ৩০%
১৩ সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার (কোম্পানি ব্যতিত) ৪৫% ৪৫%
১৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ ১৫% ১৫%
১৫ কোম্পানি নহে, ব্যক্তি সংঘ, আইনদ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি এবং অন্যান্য করারোপযোগ্য সত্তা ৩২.৫% ৩০%

Leave a Comment