Research and development

আয়কর আইন ২০২৩ এর ধারা ২(৩৩) এ গবেষণা ও উন্নয়ন এর সংজ্ঞা দেওয়া হয়েছে। কোন প্রতিষ্ঠান যদি তার আয়-ব্যয় হিসাবে গবেষণা ও উন্নয়ন ব্যয় দেখাতে চায় তাহলে তার খরচসমূহ নিম্নোক্ত শর্ত অনুসরণ করতে হবে।

গবেষণা ও উন্নয়ন এর সংজ্ঞা (Definition of Research and development)

“গবেষণা ও উন্নয়ন” অর্থ প্রণালিবন্ধ (systematic), অনুসন্ধানী (investigative) এবং পরীক্ষামূলক (experimental) অধ্যয়ন যাহা –

ক)  অভিনব অথবা কারিগরি ঝুঁকি সংবলিত হতে হবে

খ)  বিজ্ঞান বা প্রযুক্তি জগতের হতে হবে

গ)  নূতন জ্ঞান অর্জনের লক্ষে পরিচালিত হতে হবে

অথবা

ঘ)  উৎপাদন অথবা উপকরণ, যন্ত্র, পণ্য, কৃষিপণ্য বা প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে অধ্যয়নের ফলাফল ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হতে হবে

তবে নিম্নবর্ণিত লক্ষ্যে পরিচালিত অধ্যয়ন গবেষণা বা উন্নয়ন অর্থে অন্তর্ভূক্ত হইবে না, যথা:-

অ) উপকরণ, যন্ত্র বা পণ্যের মান নিয়ন্ত্রণ বা রুটিন টেস্টিং;

আ) শিল্পকলা ও মানবতা এবং সামাজিক বিজ্ঞানে পরিচালিত গবেষণা;

ই) আর্থিক দলিলাদি বা আর্থিক পণ্যোর সৃষ্টি ও উন্নয়ন;

ঈ) বাজার গবেষণা বা বিক্রয় প্রচার, রুটিন উপাত্ত (data) সংগ্রহ ইফিসিয়েন্সি সার্ভে ব্যবস্থাপনা অধ্যয়ন;

উ) উপকরণ, যন্ত্র, পণ্য প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির রুটিন অদলবদল বা পরিবর্তন;

ঊ) উপকরণ, যন্ত্র, পণ্য, প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির সামান্য (cosmetic) অদলবদল বা স্টাইলের পরিবর্তন; বা

চ) ট্রেডমার্ক বা সুনাম সৃষ্টি বা উন্নতি;

About The Author

Leave a Reply

× Contact Support!