Definition of Company in Income tax act

নতুন আয়কর আইন ২০২৩ এ কোম্পানি সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। কোম্পানি (Company) বলতে কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন), এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি এবং নিম্নোক্ত ইহার অন্তর্ভুক্ত হবে:

ক)  বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজো অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস;

খ)  যেকোনো বিদেশি সমতা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান;

গ)  বাংলাদেশের বাহিরের কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা;

ঘ) যেকোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান;

ঙ) যেকোনো শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান;

চ) এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান;

ছ) কোনো ফার্ম, ব্যক্তিসংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্ত্বা হয়;

জ)  সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়তশাসিত সংস্থা;

ঝ)  আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্ত্বা;

ঞ)  স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্ত্বা;

ট)  কোনো আইন দ্বারা বা আইনের অধীন নিগমিত নহে, এইরূপ কোনো বিদেশি সংঘ বা সংস্থা যাহা, বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোম্পানি হিসাবে ঘোষিত হতে পারে;

About The Author

Leave a Reply