পরিবেশ সারচার্জ হার ২০২৩-২০২৪ Carbon Surcharge

কামরুল হাসান নূর

Updated on:

carbon surcharge 2023-2024

বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশ সারচার্জ (Carbon Surcharge) চালু করা হলো। অর্থ আইন ২০২৩ এ পরিবেশ সারচার্জ সংযুক্ত করা হয়েছে। কোন করদাতার যাহার নামে একাধিক মোটর গাড়ি, অতঃপর গাড়ি বলিয়া উল্লিখিত, থাকিলে তাহার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য নির্ধারিত হারে পরিবেশ সারচার্জ দিতে হবে। পরিবেশ সারচার্জের হার, কখন ও কিভাবে পরিবেশ সারচার্জ প্রদান করতে হবে বিস্তারিত আমরা এই লেখায় আলোচনা করবো।

মোটর গাড়ি বলতে কি বোঝায়?

প্রথমেই আমাদের জানার দরকার “মোটর গাড়ি” বলতে আইনে কোন ধরনের পরিবহনকে বুঝিয়েছে? আইনে মোটর গাড়ির সংজ্ঞায় বলা হয়েছে যে, “মোটর গাড়ি” বলিতে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হইবে।

পরিবেশ সারচার্জ হার ২০২৩-২০২৪ । Carbon Surcharge

ক্রমিক নংগাড়ির ধরণ ও ইঞ্জিন ক্ষমতাপরিবেশ সারচার্জের হার (টাকায়)
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরকার বা জিপের জন্য২৫,০০০
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নহে এইরুপ প্রতিটি মোটরকার বা জিপের জন্য৫০,০০০
২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নহে এইরুপ প্রতিটি মোটরকার বা জিপের জন্য৭৫,০০০
২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নহে এইরুপ প্রতিটি মোটরকার বা জিপের জন্য১,৫০,০০০
৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নহে এইরুপ প্রতিটি মোটরকার বা জিপের জন্য২,০০,০০০
৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক এইরুপ প্রতিটি মোটরকার বা জিপের জন্য৩,২৫,০০০

একাধিক গাড়ির ক্ষেত্রে কোন গাড়ির উপর সারচার্জ প্রযোজ্য হবে

একাধিক গাড়ির ক্ষেত্রে যেই গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ পরিশোধ আরোপিত হয়েছে সেই গাড়ি ব্যতিত অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে।

কখন পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে?

পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে নিবন্ধন বা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে সংগৃহীত হবে।

একাধিক বৎসরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হলে যেই অর্থ বৎসরে গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হয়েছে তৎপরবর্তী অর্থ বৎসরগুলোর ৩০ জুন তারিখের মধ্যে প্রযোজ্য হারে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে।

যেই ক্ষেত্রে কোনো করদাতা উপরের শর্ত মোতাবেক উৎসে পরিবেশ সারচার্জ পরিশোধ করিতে ব্যর্থ হন সেইক্ষেত্রে নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে ক+ খ নিয়মানুযায়ী পরিবেশ সারচার্জ হার নির্ধারিত হবে, যেখানে-

ক = বিগত বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত পরিবেশ সারচার্জের পরিমাণ

খ = যেই বৎসরে করদাতা পরিবেশ সারচার্জ পরিশোধ করিয়াছেন সেই অর্থ বৎসরের জন্য নির্ধারিত পরিবেশ সারচার্জের পরিমাণ

একাধিক বৎসরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করার ক্ষেত্রে প্রতিবংসর আয়কর রিটার্ন দাখিলের পূর্বে পরিবেশ সারচার্জ পরিশোধ করা না হইলে উপকর কমিশনার আয়কর রিটার্ন প্রসেস বা কর নির্ধারণকালে উহা আদায় করিবেন।

এই অংশের অধীন প্রদেয় পরিবেশ সারচার্জ প্রত্যর্পনযোগ্য বা অন্যকোন প্রকারের কর বা সারচার্জের সহিত সমন্বয়যোগ্য হবে না।

Leave a Comment