Personal Income Tax Rate Slab 2024-25

আয়কর আইন ২০২৩ অনুযায়ী আইনদ্বারা অব্যহৃতপ্রাপ্ত নির্দিষ্ট শ্রেণী বাদে সকল টিআইএনধারীকে প্রতিবছর কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে। অর্থ আইন ২০২৪ এর তফসিল-২ এর অনুচ্ছেদ-ক এ ব্যক্তি শ্রেণী আয়কর হার ২০২৪-২৫ বা Personal Income Tax Rate Slab 2024-25 এর নুতন করহার ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারী ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়কর হার ২০২৪-২৫ প্রযোজ্য হবে। অর্থ্যাৎ উপরোক্ত করদাতার অর্থ বৎসর ২০২৩-২০২৪ বা ১লা জুলাই ২০২৩ হতে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত সময়ে অর্জিত মোট আয়ের উপর নিম্নোক্ত করহার প্রযোজ্য হবে।

আয় করের হার ২০২৪-২৫
করমুক্ত আয়
নূন্যতম কর

আয় করের হার ২০২৪-২৫

ব্যক্তিগত করদাতাদের বার্ষিক মোট আয়ের উপর নির্ধারিত করের হার নিম্নরূপ:

মোট আয়হার
প্রথম ৩,৫০,০০০ টাকাশুন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা৫%
পরবর্তী ৪,০০,০০০ টাকা১০%
পরবর্তী ৫,০০,০০০ টাকা১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা২০%
অবশিষ্ট মোট আয়ের উপর২৫%

তবে শর্ত থাকে যে, বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) এইরুপ সকল করদাতার জন্য এই করহার প্রযোজ্য হবে না।

করমুক্ত আয়

করমুক্ত আয় অর্থ যে পর্যন্ত আয়ের উপর করদাতাকে কোন কর দিতে হবে না।

  • ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে, বার্ষিক ৩,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত।
  • মহিলা করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা।
  • তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা।
  • গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা।
  • কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়েরসীমা ৫০,০০০ টাকা অধিক হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এই সুবিধা ভোগ করবেন।

নূন্যতম কর

কোন করদাতার যদি করমু্ক্ত সীমা অতিক্রম করে তাহলে উক্ত করদাতার আয়ের এলাকা অনুসারে নিম্নোক্ত হারে নূন্যতম কর প্রদান করতে হবে

এলাকার বিবরণন্যূনতম আয়কর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৫,০০০/-
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৪,০০০/-
সিটি কর্পোরেশন ব্যতিত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা৩,০০০/-

About The Author

Leave a Reply

× Contact Support!