স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন আয়কর রিটার্ন ফরম আইটি ১১গ ২০২৩ (IT 11GA 2023) প্রকাশ করে। নতুন আয়কর রিটার্ন আইটি ১১-গ ২০২৩ সরকারী চাকরীজীবি ও বেসরকারীজীবিদের জন্য ভিন্ন ছক দেওয়া হয়েছে। এছাড়াও ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয় এর জন্য পৃথক তফসিল দেওয়া হয়েছে। পরিসম্পদ ও দায় বিবরণী বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। তবে সকলের জন্য পরিসম্পদ ও দায় বিবরণী বাধ্যতামূলক করা হয়নি। সকল গণকর্মচারী, দেশে ও বিদেশে যাহার মোট সম্পত্তির মুল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার অধিক, যাহার মোট সম্পত্তির মুল্য ৪০.০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার নিম্নে কিন্তু আয়বর্ষের কোনো সময়ে তিনি মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করিয়াছেন অথবা বিদেশে কোনো পরিসম্পদের মালিক হইয়াছেন অথবা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হইয়াছেন, অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নহেন তাহারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করিবেন। তবে আমার অভিজ্ঞতায় ব্যক্তিগত মতামত, সকলে চেষ্টা করবেন প্রথম রিটার্ন থেকেই পরিসম্পদ ও দায় বিবরণী রিটার্নে উল্লেখ করার।
ডাউনলোড রিটার্ন ফরম আইটি ১১গ ২০২৩ IT 11GA 2023
স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন আয়কর রিটার্ন ফরম আইটি ১১গ ২০২৩ (IT 11GA 2023) এর pdf এবং docx ফাইল ফরমেট এখানে দেওয়া আছে। আপনার কাজের জন্য যেই ফরমেট সুবিধা হয় সেই ফরমেট নিচের ফরমেট অনুযায়ী ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।