নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

NESCO Prepaid Meter Recharge

বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে নেসকো প্রিপেইড মিটার বেশ জনপ্রিয় হয়েছে। এই পদ্ধতিতে, গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী মিটারে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। রিচার্জ করার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সুবিধাজনক। নগদ, বিকাশসহ আরও অনেকভাবেই নেসকো প্রিপেইড মিটারে রিচার্জ করা যায়। এই লেখায় আমরা নেসকো প্রিপেইড মিটার রিচার্জের নিয়ম, ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও রিচার্জে সমস্যা হলে করণীয় সম্পর্কে জানবো।

বিকাশের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়। বিকাশের মাধ্যমে নেসকো মিটার রিচার্জ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • আপনার ফোনে বিকাশ অ্যাপটি খুলুন।
  • পে বিল” এ ট্যাপ করুন।
  • বিল পরিশোধের কোম্পানির তালিকা থেকে “বিদ্যুৎ” নির্বাচন করুন।
  • নির্দিষ্ট বিল পরিশোধকারী হিসাবে “NESCO (Prepaid)” নির্বাচন করুন।
  • আপনার কাস্টমার নম্বর ও মিটার নম্বর দিন এবং “পে বিল করতে এগিয়ে যান” লেখায় ট্যাপ করুন।
  • আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান সেটি নির্বাচন করুন।
  • রিচার্জের পরিমাণ নিশ্চিত করুন এবং রিচার্জ সম্পূর্ণ করতে আপনার bKash PIN লিখুন।

নগদের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

বিকাশের মতো একই ভাবে নগদ থেকেও সহজে নিচের ধাপগুলো সম্পন্ন করে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

  • আপনার ফোনে নগদ অ্যাপটি খুলুন।
  • বিল পে” অপশনে ট্যাপ করুন।
  • বিলের ধরণ থেকে “বিদ্যুৎ” নির্বাচন করুন এবং “NESCO Prepaid” নির্বাচন করুন।
  • কাস্টমার নং ও অ্যামাউন্ট লিখুন।
  • PIN নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখুন, মিটার রিচার্জ সফল হবে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার NESCO Meter Recharge

বিকাশ ও নগদ ছাড়াও আরও অনেকভাবেই সহজেই নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়। নিম্নোক্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে ঘরে বসেই আপনার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার রিচার্জ করুন।

  • জিপে
  • ট্যাপ (tap)
  • টেলিক্যাশ
  • নগদ
  • বিকাশ
  • মাইক্যাশ
  • রকেট
  • রবিক্যাশ
  • উপায়
  • একপে

নেসকো প্রিপেইড মিটারে Emergency Balance কি নেওয়া যায়?

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে হয়তো আপনি ভুলে গেছেন এবং হঠাৎই ব্যালেন্স শেষ হয়ে গেল। এমনক্ষেত্রে আপনি চাইলে নেসকো প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য, মিটারে টাইপ করুন 99999 এবং Enter চাপুন। সিঙ্গেল ফেজ স্মার্ট প্রিপেইড মিটারে জন্য ২০০ টাকা এবং থ্রি ফেজ স্মার্ট প্রিপেইড মিটারে জন্য ৫০০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে এবং মিটার রিচার্জ করার পর এই Emergency Balance কেটে নেয়া হবে।

মিটারের রিচার্জের পরে টাকা মিটারে রিচার্জ না হলে করণীয়

অনেকসময় অনলাইনে মিটারের রিচার্জের পরে টাকা মিটারে যুক্ত হয় না। সেক্ষেত্রে আপনি রিচার্জের পরে যে ২০ ডিজিটের টোকেন পেয়েছেন সেই টোকেনটি মিটারের কী প্রেস করে যুক্ত করে (Enter) প্রেস করলেই টাকাটি মিটারে রিচার্জ হয়ে যাবে।

শেষ কথা

আমাদের ওয়েবসাইটে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ ও বিল চেক করার নিয়ম আলোচনা করা হয়েছে। নেসকো সম্পর্কে যদি আপনাদের আরও কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের যথার্থ উত্তর দিতে।

Leave a Comment