যারা এখনও করবর্ষ ২০২৩-২০২৪ এর আয়কর রিটার্ন দাখিল করতে পারেন নাই, তাদের জন্য দারুণ সুখবর। জাতীয় রাজস্ব বোর্ড সকল শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধিকরত নতুন আদেশ জারি করেছে। উক্ত আদেশ অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করিল। অর্থ্যাৎ স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ এই করবর্ষে তাদের আয়কর রিটার্ন ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কোন রকম জরিমানা ছাড়ায় দিতে পারবেন এবং আইনে উল্লেখিত সকল ধরনের করমুক্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।
একইভাবে জাতীয় রাজস্ববোর্ড উক্ত সার্কুলারে কোম্পানি করদাতা এবং অন্যান্য করদাতার আয়কর রিটার্ন জমার সময়সীমাও বর্ধিত করেছে। স্বাভাবিক ব্যক্তি ও আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্য নির্ধারিত করদিবস ৩০ নভেম্বর, ২০২৩ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করিল; এবং আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করিল।