how to open bKash Student Account

বিকাশ, বাংলাদেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, দেশের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক নতুন সুযোগ নিয়ে এসেছে – বিকাশ স্টুডেন্ট একাউন্ট! এখন থেকে, ১৪ থেকে ১৮ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী ডিজিটাল জন্ম সনদ এবং মা/বাবার সচল বিকাশ নম্বার ব্যবহার করে সহজেই এই একাউন্ট খুলতে পারবে। বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে কী কী লাগবে এবং কিভাবে bKash Student Account খুলতে হয় বিস্তারিত এই লেখায় উল্লেখ করা হলো।

বিকাশ স্টুডেন্ট একাউন্টের সুবিধা

স্মার্ট পেমেন্ট: সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, এডুকেশন ফি, পে বিল- সবকিছুই সহজে করুন বিকাশ অ্যাপের মাধ্যমে।

সহজ লেনদেন: নগদ টাকার ঝামেলা ছাড়াই নিরাপদে লেনদেন করুন।

ওয়েলকাম অফার: একাউন্ট খুললেই পান ৳১৩০ পর্যন্ত আকর্ষণীয় ওয়েলকাম অফার!

মা/বাবার নিয়ন্ত্রণ: বাবা/মা তার নিজের বিকাশ অ্যাপ থেকে স্টুডেন্ট একাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

  • গ্রাহকের বয়স ১৪ এর বেশি ১৮ এর কম
  • ডিজিটাল জন্ম সনদের একটি কপি
  • বাবা/মার (যার অবশ্যই একটি সক্রিয় বিকাশ একাউন্ট থাকতে হবে) থেকে সম্মতি
  • মোবাইল ক্যামেরায় তোলা ছবি

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন যেভাবে

১. প্রথমে বিকাশ অ্যাপটি আপনার মোবাইল ইন্সটল করুন এবং অ্যাপটি ওপেন করে লগইন/রেজিস্টার এ ট্যাপ করুন।

২. দেশের কোডে বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নম্বর দাও। একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইল নম্বরে যাবে এবং বিকাশ অ্যাপে ভেরিফিকেশন কোড দিয়ে নম্বর যাচাই সম্পন্ন করতে হবে।

৩. পরের ধাপে পরিচয় যাচাই করুন এ জন্ম সনদ অপশনটি সিলেক্ট করুন।

৪. এইবার আপনার ডিজিটাল জন্মসনদের ছবি তুলুন।

৫. জন্ম সনদ থেকে প্রাপ্ত তথ্য অটোমেটিক বিকাশ একাউন্ট ফরমে বসে যাবে। সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করে “পরবর্তী” লেখায় ট্যাপ করুন।

৬. পরের ধাপে আরও কিছু ব্যক্তিগত তথ্য যেমন- লিঙ্গ (পুরুষ/মহিলা), আয়ের উৎস (অভিভাবকের উপর নির্ভরশীল), মাসিক আয় (৫,০০০ টাকার নিচে), পেশা (শিক্ষার্থী) সিলেক্ট করতে হবে।

৭. নমিনী হিসাবে বাবা অথবা মা কে সিলেক্ট করুন এবং তার নাম (ইংরেজীতে) ও সচল বিকাশ নম্বরটি দাও।

৮. এই ধাপে পর্যাপ্ত আলোর সামনে নির্দেশনা অনুযায়ী আপনার ছবি তুলুন।

৯. ছবি তুললেই আপনার তথ্য সাবমিট হয়ে যাবে।

১০. মা/বাবার বিকাশ নম্বর পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে সম্মতি নিশ্চিত করুন।

১১. ৫ সংখ্যার পিন নম্বর সেট করুন।

অভিনন্দন। আপনার bKash Student Account সফলভাবে খোলা হয়েছে। এখন এই বিকাশ একাউন্ট দিয়ে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, এডুকেশন ফি, পে বিল সেবা নিতে পারবেন।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট বোনাসসমূহ

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার পর আপনি ১৩০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। বিকাশ লগইন, পিন সেট, মোবাইল রিচার্জের মাধ্যমে ধাপে ধাপে এই বোনাসটি আপনার বিকাশ একাউন্টে যোগ হবে।

লগইন এবং পিন সেট করলে ২৫ টাকা বোনাস

অ্যাপে প্রথমবার লগইন করে যেকোন মোবাইলে রিচার্জ করলে ২৫ টাকা বোনাস

১ম ও ২য় মাসে ৪০ টাকা করে ক্যাশব্যাক পাবেন নিচের বিকাশ সার্ভিসগুলো নিলে:

  • ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে ১৫ টাকা ক্যাশব্যাক
  • ১০০ টাকা বা বেশি পেমেন্টে ১০ টাকা ক্যাশব্যাক
  • ১০০ টাকা বা বেশি সেন্ড মানিতে ১৫ টাকা ক্যাশব্যাক

শেষকথা

বিকাশ স্টুডেন্ট একাউন্ট শিক্ষার্থীদের ডিজিটাল সেবা পেতে সহজ হবে। এই বিকাশ একাউন্টের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের শিক্ষাবৃত্তির টাকা নিতে পারবেন এবং বিকাশের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বিকাশের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আমাদের বিকাশ বিভাগে ঘুরে আসতে পারেন। এছাড়া বিকাশ সম্পর্কিত আপনাদের কোন তথ্য জানার থাকলে আমাদের মন্তব্যের ঘরে আপনার আপনার মন্তব্য লিখুন।

About The Author

Leave a Reply