আমদানি রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনিও শুরু করতে পারেন লাভজনক আমদানি রপ্তানি ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা দেখবো কিভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।
ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয় (Import Registration Certificate – IRC Issue)
১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।
২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।
৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।
প্রয়োজনীয় কাগজপত্রসমূহ
- প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স
- ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র
- প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
- স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
- বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে)
- অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)
- লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন
সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর জন্য উপরোল্লোখিত কাগজপত্রই যথেষ্ট। তবে শিল্প প্রতিষ্ঠান, যৌথ বিনিয়োগ/১০০% বিদেশী বিনিয়োগ, ইন্ডেন্টিং ফার্ম ও বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ পণ্য আমদানির ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হয়। যা এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন।
আমদানি লাইসেন্স নিবন্ধন ও নবায়ন ফি (IRC Registration and Renewal Fee)
আপনার আমদানির পরিমাণের উপর ভিত্তি করে আমদানি নিবন্ধন ফি নির্ধারিত হয়ে থাকে এবং এই আমদানি নিবন্ধন লাইসেন্স এক বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। আমদানি নিবন্ধন লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। নিবন্ধন ফি ও নবায়ন ফি হার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:
- নিবন্ধন ফি ও নবায়ন ফি জমার কোড ১-১৭৩১-০০০১-১৮০১
- সারচার্জবিহীন নবায়নের সময়সীমা প্রতিবছর ১লা জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন
- সকল প্রকার ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। ভ্যাট কোড ১-১১৩৩-০০১০-০৩১১ (ঢাকা আঞ্চলিক দপ্তরের জন্য)
- নিবন্ধন ফি ও নবায়ন ফি এর হার:
শ্রেণী নং | বার্ষিক আমদানি মূল্যসীমা | প্রাথমিক নিবন্ধন ফি | বার্ষিক নবায়ন ফি |
---|---|---|---|
প্রথম | ৫ লক্ষ টাকা | ৫,০০০ টাকা | ৩,০০০ টাকা |
দ্বিতীয় | ২৫ লক্ষ টাকা | ১০,০০০ টাকা | ৬,০০০ টাকা |
তৃতীয় | ৫০ লক্ষ টাকা | ২৪,০০০ টাকা | ১০,০০০ টাকা |
চতুর্থ | ১ কোটি টাকা | ৪০,০০০ টাকা | ১৫,০০০ টাকা |
পঞ্চম | ৫ কোটি টাকা | ৫০,০০০ টাকা | ২২,০০০ টাকা |
ষষ্ঠ | ২০ কোটি টাকা | ৬০,০০০ টাকা | ২৪,০০০ টাকা |
সপ্তম | ৫০ কোটি টাকা | ৭০,০০০ টাকা | ২৮,০০০ টাকা |
অষ্টম | ৫০ কোটির উর্দ্ধে | ৮০,০০০ টাকা | ৩২,০০০ টাকা |
- নবায়ন বই ফি ১,০০০ টাকা।