যেভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন

কামরুল হাসান নূর

Updated on:

get national id card bangladesh online

২০১৯ সালে নতুন ভোটার হয়েছেন কিংবা এর আগে ভোটার হয়েছেন কিন্তু এখনও আইডিকার্ড পাননি অথবা আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, নির্বাচন কমিশন বাংলাদেশ এর বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে অল্প সময়েই আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র বের করার ধাপসমূহ-

  • ১নং ধাপ
  • নিচের উল্লেখিত লিংকে প্রবেশ করুন:
  • https://services.nidw.gov.bd/voter_center
  • প্রবেশ করার পর প্রথমেই দুইটি অপশন দেখতে পাবেন: ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার। ফর্ম নাম্বার সিলেক্ট করুন (পাশে থাকা গোল বৃত্তের উপর স্পর্শ করলে সিলেক্ট হয়ে যাবে)। আর আপনি যদি পূর্বেই এনআইডি কার্ড পেয়ে থাকেন কিন্তু হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে এনআইডি নাম্বার সিলেক্ট করে আপনার এনআইডি নাম্বারটি লিখুন।
  • ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নাম্বার লিখা ঘরে স্লিপ নাম্বার দিন। (এনআইডি সিলেক্ট করা থাকলে এনআইডি নাম্বার দিন)
  • জন্মতারিখের ঘরে জন্মতারিখ দিন।
  • নিচে একটি ঘরে ক্যাপচা দেখতে পাবেন মানে অনেক গুলো ওয়ার্ড দেখতে পাবেন। সেখানে যা লেখা থাকবে তা হুবহু নিচের বক্সে লিখুন। যেমন, বক্সটিতে এমন আছে-tFSqed4C
  • ঠিক আপনিও পাশের ঘরে এই সেইম অক্ষর গুলোই লিখবেন: tFSqed4C
  • অবশেষে, ‘ভোটার তথ্য দেখুন’ লিখা বাটনে ক্লিক করবেন। সব ঠিক থাকলে নিচে ভোটার তথ্য দেখাবে৷
  • ২নং ধাপ
  • ভোটার এলাকা নাম্বার’ লিখা অংশের নিচে একটি লাল রংয়ের নাম্বার পাবেন। নাম্বারটি কপি করে নিবেন।
  • নিচের লিংকে প্রবেশ করুন:
  • https://services.nidw.gov.bd/nid-pub/claim-account
  • লিংকে প্রবেশ করে এন আইডি নাম্বার লিখা ঘরে আপনি যে লাল নাম্বারটি কপি করেছেন, সেটি এই বক্সে পেস্ট করে দিবেন।
  • জন্মতারিখ দিন।
  • ক্যাপচা করুন মানে একটি ছবি থাকবে, সেখানে যা লেখা থাকবে তা হুবহু নিচের বক্সে লিখুন।
  • ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
  • এইবার, আপনার বর্তমান ঠিকানার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন।
  • আবার, স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন।
  • ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
  • এইবার, মোবাইল নাম্বার চাইবে ভেরিফিকেশনের জন্য। যেই নাম্বারটি আপনার হাতে রয়েছে সেটা দিবেন এবং তারা সেখানে একটি কোড পাঠাবে সেটি দিয়ে সাবমিট করবেন।
  • ৩নং ধাপ
  • ইউজারনেইম দিতে বলবে। আপনি ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। (না দিলেও সমস্যা নেই। আপনার ভোটার আইডি নাম্বার/ লাল চিহ্নিত নাম্বারটি দিয়ে পরবর্তীতে লগইন করতে পারবেন)।
  • ৪নং ধাপ
  • অটোমেটিক লগইন হয়ে যাবে।
  • তারপর, আপনার প্রোফাইলটি শো করবে।
  • ডানপাশে চারটি অপশন থাকবে। সেখান, থেকে লাস্টে’ ডাউনলোড’ নামে একটি অপশন দেখতে পাবেন৷ অপশনটিতে ক্লিক করে আপনার আইডি কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন।

এই কার্ডটি দ্বারা আপনি সমস্ত সরকারি কাজ সহ সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটিই আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড।

আরও পড়ুন-
ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (NID) করতে যেসকল কাগজপত্রাদি প্রয়োজন
জাতীয় পরিচয়পত্র (NID) হারিয়ে গেলে করণীয়

Leave a Comment