ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (NID) করতে যেসকল কাগজপত্রাদি প্রয়োজন

কামরুল হাসান নূর

Updated on:

documents for NID card Bangladesh

বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের নাগরিকদের যে ভোটার কার্ড প্রদান করেন তাই জাতীয় পরিচয়পত্র বা সংক্ষেপে এনআইডি (NID) বলা হয়। যেসকল নাগরিকের বয়স আঠার বছরের উর্ধ্বে তাদের সকলকেই এই ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (NID) করতে হবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রে স্মার্ট কার্ড প্রদান করা হচেছ। তাই যাদের বয়স ইতিমধ্যে আঠার বছর পার হয়ে গেছে তাদের সকলেরই উচিত জাতীয় পরিচয়পত্র করার জন্য আবেদন করা। কারণ সরকারী বা বেসরকারী সকল কাজেই এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।

ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (NID) করতে যেসকল কাগজপত্রাদি প্রয়োজন

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ (অনলাইনে যাচাইকৃত কপিসহ)
  • সনদধারীদের ক্ষেত্রে শিক্ষা সনদ- পিএসসি/জেএসসি/এসএসসি
  • সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদের মূল কপি
  • পিতা-মাতার এনআইডি কপি (পিতা-মাতা মৃত হলে মৃত সনদ প্রদান করতে হবে)
  • বিবাহীতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী এনআইডি এর কপি ও বিবাহ নিকাহনামা
  • বাড়ীর হোল্ডিং ট্যাক্স/ইউটিলিটি বিলের কপি এবং ফ্ল্যাট মালিকানার কপি
  • ভাড়াটিয়া হলে বাড়ীভাড়ার চুক্তিনামা, অনাপত্তিপত্র এবং বাড়ী ভাড়ার রশিদ
  • প্রবাসী হলে পাসপোর্টের কপি এ্যারাইভিল সিল এবং টিকিটসহ কপি
  • দ্বৈত নাগরিক হলে দ্বৈত নাগরিকত্বের সনদের কপি
  • রক্তের গ্রুপ নির্ণয়ে প্যাথলজিক্যাল রিপোর্ট ও শিক্ষার্থী পরিচয়পত্রের কপি
  • ফরম-২ এর ৩৪, ৩৫ নম্বর তথ্যে সনাক্তকারীর এনআইডি নম্বর ও স্বাক্ষর প্রদান করতে হবে
  • ফরম-২ এর ৪০, ৪১, ৪২ নম্বর তথ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সিলসহ স্বাক্ষর প্রদান করতে হবে
  • রেজিট্রেশন অফিসারের চাহিদামত অন্যান্য কাগজপত্রাদি

⭐️⭐️⭐️আমাদের সর্বশেষ আপডেট পেতে Google NewsFollow করুন⭐️⭐️⭐️

আরও পড়ুন-
যেভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন
জাতীয় পরিচয়পত্র (NID) হারিয়ে গেলে করণীয়
 
 

Leave a Comment