কিভাবে বিনিয়োগজনিত কর রেয়াত নির্ণয় করতে হয়?

কামরুল হাসান নূর

Updated on:

Tax Rebate Calculation

কোন করদাতা সাধারণ ব্যক্তি যদি আয়কর রেয়াত নিতে চান তাহলে তাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত খাতে নির্দিষ্ট সময়ের ভিতরে বিনিয়োগ বা অনুদান নিশ্চিত করতে হবে। আয়কর আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল এর অংশ ৩ এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোন বিনিয়োগ করা হলে, করদাতা কোন করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য হারে এই কর রেয়াত সুবিধা নিতে পারবেন। কর রেয়াত নির্ণয়ের সাধারণ সুত্র আয়কর আইনের ধারা ৭৮ এ উল্লেখ করা হয়েছে। করদাতাগণ আয়কর আইনের ধারা ৭৮ অনুযায়ী নির্ধারিত হারে কর রেয়াত পাবেন।

আয়কর রেয়াত (Income Tax Rebate) এর পরিমাণ নির্ধারনের সূত্র

করদাতার সাধারণ কর রেয়াত নির্ণয় করতে হলে করদাতার মোট আয়, বিনিয়োগের পরিমাণ ও ১০ লক্ষ টাকা; এই তিনটি বিষয় বিবেচনা করতে হবে। কোন করদাতা কর রেয়াত প্রাপ্য হবে যদি-

মোট আয়ের ৩%

ষষ্ঠ তফসিলের অংশ ৩ অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও অনুদানের ১৫%

১০ লক্ষ টাকা

উপরের তিনটির ভিতর যাহা কম হবে।

তবে এখানে শর্ত থাকে যে,

মোট আয় বলতে, কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরুপ আয় এবং নূন্যতম কর প্রযোজ্য এইরুপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়।

উদাহরণস্বরুপ, একজন করদাতার মোট আয় ৬ লক্ষ টাকা, বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা। তাহলে কর রেয়াতের পরিমাণ কত?

মোট আয়ের ৩%; ১৫,০০,০০০ x ৩% = ৪৫,০০০
বিনিয়োগের ১৫%; ১০,০০,০০০ x ১৫% = ১,৫০,০০০
এইখানে, মোট আয়, বিনিয়োগ, ১০ লক্ষ টাকার ভিতর মোট আয়ের ৩% কম থাকায় ৪৫,০০০ টাকা কর রেয়াত প্রাপ্য হবেন।

আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন?

Leave a Comment