আমাদের প্রিয় ঈদুল ফিতর আসছে! চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ঈদুল ফিতর ১০ এপ্রিল অথবা ১১ এপ্রিল পালিত হবে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে। নতুন জামাকাপড়, ঈদের খাবার-দাবারের জন্য শেষ মূহুর্তে কেনাকাটা, আত্মীয়-স্বজনের সাথে দেখা, সব মিলিয়ে ঈদের আনন্দ অন্যরকম।
এই ঈদে কতদিন ছুটি হবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকে আমরা ঈদুল ফিতর ২০২৪ এবং ঈদের ছুটি কতদিন থাকবে এই বিষয়ে জানবো। Eid Ul Fitr 2024
ঈদুল ফিতর ২০২৪ কবে?
বাংলাদেশে ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে রমজান মাস শুরু হবে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে সালে ঈদুল ফিতর পালিত হবে। সেই অনুযায়ী এইবারের রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১১ এপ্রিল।
ঈদের ছুটি কয়দিন?
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটি থাকবে। সরকারী ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ই এপ্রিল ২০২৪ থেকে ১১ই এপ্রিল ২০২৪ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকছে। ১২ই এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর ১৩ই এপ্রিল শনিবার হওয়াতে মুসলমানরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন। আর ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের ছুটি থাকাতে পরপর ৬দিন ছুটি ভোগ করার সুযোগ হয়েছে।
শেষ কথা
আশাকরি উপরের তথ্য থেকে ঈদের ছুটি কত দিন সেই বিষয়ে ধারণা পেয়েছেন। সমসাময়িক বিষয়ে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর আপনার কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের দক্ষটিম আপনার প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট রয়েছে।