Customs Refund Rules 2021

বাংলাদেশ কাস্টমস আইন, ১৯৬৯ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এস.আর.ও নং ২৬৬-আইন/২০২১/৪৫/কাস্টমস এর মাধ্যমে শুল্ক প্রত্যপর্ণ বিধিমালা, ২০২১ (Customs Refund Rules, 2021) নামে নতুন আইন পাশ করেছে। এই আইনে শুল্ক প্রত্যর্পণ গ্রহণে আবেদন দাখিলের পদ্ধতি, আমদানি শুল্কের পরিমাণ ও সমহার নির্ধারণ, সমহার ভিত্তিক প্রত্যর্পণ গ্রহণ পদ্ধতি, প্রকৃত হার ভিত্তিক প্রত্যর্পণ গ্রহণ পদ্ধতি, বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ-উৎপাদ সম্পর্ক গ্রহণ ও প্রত্যর্পন পদ্ধতি, আবেদন নিষ্পত্তি পদ্ধতি, চেক ইস্যু পদ্ধতি  এবং বকেয়ার তথ্য ও অঙ্গীকারনামা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শুল্ক প্রত্যর্পণ বিধিমালা, ২০২১ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

About The Author

Leave a Reply

Related Posts

× Contact Support!