Statement regarding payment of Salary কত তারিখের ভিতর জমা দিতে হয়?

কামরুল হাসান নূর

Updated on:

Statement regarding payment of Salary

Statement regarding payment of Salary কত তারিখের ভিতর জমা দিতে হয়?

৩১ আগস্ট। গত বছরের জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কর্মচারীর বেতন প্রদানের বিবৃতি আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১০৮ ধারা অনুযায়ী চলতি বছরের ১লা সেপ্টেম্বরের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দিষ্ট সার্কেলে দাখিল করতে হবে। তবে আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বাড়ানো যায়।

কিভাবে জমা দিবে?

আয়কর বিধিমালা এর বিধি ২৩ এ উল্লেখিত ফরমে সংশ্লিষ্ট তথ্য প্রদান করে জমা দিতে হবে। ফরমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

জমা না দিলে কি জরিমানা হবে?

নির্দিষ্ট সময়ে জমা না দিলে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১২৪ ধারা অনুযায়ী জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ-

  • গতবছরের আয়ের ১০% ট্যাক্স অথবা ৫০০০ টাকা, যেটি পরিমানে বেশি হয়
  • জমাদানে অব্যাহত ব্যর্থ হলে, প্রতিমাসের জন্য ১০০০ টাকা এবং মাসের যেদিন পর্যন্ত বিবরনী জমা প্রদান করে নাই সেইদিন পর্যন্ত মাসের ভগ্নাংশ জরিমানা হিসাব করে জরিমানা নির্ধারণ হবে।

Leave a Comment