BSTI এর লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া

কামরুল হাসান নূর

Updated on:

BSTI License Procedure

বাংলাদেশ স্টান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন – বিএসটিআই (BSTI) বাংলাদেশের একমাত্র পণ্যের মান নিয়ন্ত্রণ এবং তদারকি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজ হল – খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, পাটবস্ত্র, রাসায়নিক পদার্থ এবং বৈদ্যুতিক প্রযুক্তি পণ্যের মান পরীক্ষণ করে যথাযথ নিয়মে লাইসেন্স প্রদান করা। বর্তমানে ১৮১টি পণ্যের বাধ্যতামূলকভাবে BSTI এর অনুমোদন নিতে হয়। এছাড়া BSTI প্রয়োজনে অন্য পণ্যেরও অনুমোদন দিতে পারে। BSTI এর বাধ্যতামূলক পণ্যের তালিকার বাহিরে থাকা অন্যান্য পন্য দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চাইলে BSTI থেকে অনুমোদন নিয়ে রাখতে পারে তবে তাদের জন্য BSTI থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক নয়।

BSTI এর বাধ্যতামূলক লাইসেন্সের তালিকাভুক্ত ১৮১টি পন্যের মধ্যে উল্লেখযোগ্য হল:

ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা, সুজি, পাউয়া রুটি, বিস্কুট, কেক, জুস, আইসক্রিম, খাবার পানি, সাবান, স্নো, পাউডার, ডিটারজেন, টুথপেস্ট, হেয়ার অয়েল, লিপিস্টিক, স্কিন ক্রিম, সিমেন্ট, বৈদ্যুতিক তার ইত্যাদি।

BSTI থেকে অনুমোদন পাওয়ার জন্য আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

(ক) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি

(খ) ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন এর সত্যায়িত ফটোকপি

(গ) ভ্যাট (VAT)/টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি

(ঘ) হালনাগাদ প্রিমিসেস লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (খাদ্য পণ্যের ক্ষেত্রে)

(ঙ) পণ্যের ব্যবহৃত মোড়ক/লেবেলে সকল তথ্য বাংলা ভাষায় প্রদানসহ নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ থাকতে হবে

  • পণ্যের নাম ও ব্রান্ড
  • গ্রেড/টাইপ/সাইজ/ভোল্টেজ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ওজন/পরিমাণ/পরিমাপ
  • কোড/ব্যাচ নম্বর
  • পণ্যের উপাদানসমূহ
  • উৎপাদন/মোড়কজাতকরণ এর তারিখ
  • মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ
  • মূল উৎপাদনকারী/মোড়কজাতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
  • সর্বোচ্চ খুচরা মূল্য
  • সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন (Standard Mark)

(বি. দ্র. পণ্যভেদে প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা থাকতে পারে)

BSTI এর লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া

ধাপ-১: উপরোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে এবার আপনাকে যেতে হবে তেজগাঁও শিল্প এলাকার BSTI এর অফিসে । সেখান থেকে BSTI লাইসেন্সের আবেদন ফরম নিতে হবে ।

ধাপ-২: আবেদন ফরম যথাযথভাবে পুরন করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে ।

আবেদনের ধরণআবেদন ফি
নতুন আবেদন১০০০ টাকা
নবায়ন৫০০ টাকা

পে-অর্ডার ও নগদ অর্থে আবেদন ফি প্রদানের পর সমস্ত কাগজপত্রগুলো একত্র করে BSTI এর One Stop Service Center এ জমা প্রদান করতে হবে । সেখান থেকে তারা আপনাকে একটি Confirmation স্লিপ প্রদান করবে ।

ধাপ-৩: এরপর BSTI কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শন করবে । সেখানে গিয়ে তারা আপনার কারখানার উৎপাদিত পন্য থেকে কিছু পণ্য স্যাম্পল হিসাবে সিল করবে এবং আপনার কারখানার আনুসাংগিক বিষয়গুলো যাচাই করে দেখবে ।

ধাপ-৪: এরপর আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত টেস্টিং ফি প্রদানপূর্বক তাদের সিলকৃত পুনরায় BSTI এর One Stop Service Center এ গিয়ে জমা প্রদান করতে হবে।

ধাপ-৫: এরপর BSTI ল্যাবে আপনার পণ্যের পরীক্ষা করা হবে এবং মান যাচাই করা হবে । BSTI এর নির্ধারিত মানের সাথে যদি আপনার উৎপাদিত পণ্যের মান সামঞ্জস্যপূর্ণ হয় তবে তারা আপনাকে চূড়ান্ত লাইসেন্সের জন্য জানাবে।

ধাপ-৬: চূড়ান্ত লাইসেন্স ফি প্রদানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন BSTI এর লাইসেন্স।

পণ্যের ধরণমার্কিং ফি
ফল জাতীয় পণ্যের ক্ষেত্রে বাৎসরিক উৎপাদন মূল্য (এক্স ফ্যাক্টরি প্রাইস)০.০৭ % হারে (বার্ষিক সর্বনিম্ন টাকা ১২৫০.০০ এবং বার্ষিক সর্বোচ্চ টাকা ১০,০০,০০০.০০)
অন্যান্য পণ্যের ক্ষেত্রে বাৎসরিক উৎপাদন মূল্য (এক্স ফ্যাক্টরি প্রাইস)০.১০ % হারে (বার্ষিক সর্বনিম্ন টাকা ১৮৭৫.০০ এবং বার্ষিক সর্বোচ্চ টাকা ১৫,০০,০০০.০০)
লাইসেন্সের ধরণলাইসেন্স ফি
বাৎসরিক২০০ টাকা

বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত সার্টিফিকেশন মার্কস লাইসেন্স প্রদান/নবায়ন প্রবাহ চিত্র (Flow Chart):

Leave a Comment