bKash Balance Check

আপনি কি বিকাশ একাউন্ট চেক করে টাকা বা বিকাশে আপনার ব্যালেন্স দেখার নিয়ম জানতে চাচ্ছেন? এখানে বিকাশ একাউন্ট চেক করার সকল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশাকরি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন।

বিকাশ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার। সারাদেশে বড় গ্রাহক বেজ থাকায় এবং সহজে ব্যবহার করার সুবিধা থাকায় বিকাশের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিকাশ যেহেতু একটি মোবাইল ফিনানসিয়াল সার্ভিস প্রোভাইডার তাই খুব স্বাভাবিকভাবে গ্রাহকরা প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করে টাকা আদান প্রদান করে থাকেন। যেকোন সময়ে বিকাশের ব্যালেন্স বা টাকা দেখার জন্য ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়।

আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখার নিয়ম অনেক সহজ। bkash balance check code ছাড়াও বিকাশ অ্যাপ দিয়েই বিকাশ ব্যালেন্স চেক করা যায়।

বিকাশে টাকা দেখার নিয়ম গুলো কি কি?

বিকাশে কত টাকা ব্যালেন্স আছে চেক করার ৩টা নিয়ম আছে। এইখানে আমরা সকল নিয়ম নিয়েই আলোচনা করবো। বিকাশে ব্যালেন্স চেক করার নিয়মগুলো হলো:

  • কোড ডায়াল করে বিকাশ একাউন্ট চেক করা
  • বিকাশ অ্যাপ থেকে একাউন্ট চেক করা
  • মোবাইলের মেসেজ দেখে একাউন্ট চেক করা

বিকাশে টাকা দেখার কোড ডায়াল করে ব্যালেন্স চেক

মোবাইলের কোড দিয়ে সহজেই বিকাশের ব্যালেন্স চেক করে একাউন্টে কত টাকা আছে দেখা যায়। বিকাশ একাউন্ট চেক করার নিয়ম

১. মোবাইলের ডায়ালে *247# লিখে কল বাটনে প্রেস করুন

Dial 247 to check bKash Balance

২. তারপর যদি আপনার মোবাইলে একাধিক সিম থাকে তাহলে যে মোবাইল নাম্বারে বিকাশ আছে সেই মোবাইল সিম সিলেক্ট করুন

৩. এখন মোবাইল স্ক্রিনে যে মেসেজ আসবে সেখান থেকে 9 প্রেস করুন

My bKash

৪. তারপর 1 প্রেস করুন

bKash Balance Check

৫. এখন আপনার বিকাশের ৫ ডিজিটের পিন নাম্বার দিন

bKash PIN

আপনার বিকাশের একাউন্ট ব্যালেন্স মোবাইল স্ক্রিনে চলে আসবে।

বিকাশ অ্যাপ দিয়ে বিকাশের টাকা দেখার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স আছে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. আপনার বিকাশের ৫ ডিজিটের পিন দিয়ে বিকাশ অ্যাপ ওপেন করুন

২. বিকাশ অ্যাপের একদম উপরেই আপনার নামের নিচে ব্যালেন্স দেখুন লেখায় প্রেস করুন

bKash balance check with app

সাথে সাথেই বিকাশে আপনার ব্যালেন্স কত টাকা আছে দেখতে পাবেন।

মোবাইল মেসেজ দেখে একাউন্ট চেক করার নিয়ম

বিকাশে প্রতিটা ট্রানজেকশনের পরেই কতটাকা ট্রান্সফার হয়েছে এবং বিকাশে কত টাকা ব্যালেন্স বর্তমানে আছে তা দেখা যায়। তাই বিকাশ থেকে পাঠানো সর্বশেষ মেসেজটি আপনার মোবাইলের মেসেজ অ্যাপ থেকে খুঁজে বের করুন। তাহলেই আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স আছে তা দেখতে পাবেন।

শেষকথা

বিকাশে ব্যালেন্স দেখা কঠিন কোন ব্যাপার না। যে কেউ উপরের যেকোন একটি নিয়ম অনুসরণ করে সহজেই বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করে কত টাকা আছে জানতে পারবেন। বিকাশ সম্পর্কে আরও নিত্যনতুন খবর ও কৌশল জানতে আমাদের বিকাশ সেকশনে অনুপ্রবেশ করুন

About The Author

Leave a Reply

× Contact Support!