বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এফই সার্কুলার পত্র নং-১৫ এ বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা/ নগদ সহায়তা প্রদান প্রক্রিয়া সহজিকরণ প্রসঙ্গে নতুন সার্কুলার জারি করেছে। সার্কুলারটা নিচে উল্লেখ করা হলো:

০১। “বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রপোদনা/নগদ সহায়তা প্রদানের নীতিমালা” এর বিষয়ে অত্র বিভাগের ০৬/০৮/২০১৯ তারিখে জারিকৃত এফই সার্কুলার নং-৩১ এবং ১২/০৫/২০২০ তারিখে জারীকৃত এফই সার্কুলার পত্র নং-২০ এর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে।

০২। উপরোক্ত বিধান অনুযায়ী মাঃডঃ ৫,০০০(পাঁচ হাজার) অথবা ৫.০০,০০০(পাচ লক্ষ) টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কাগজপত্রাদি বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ হতে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।

০৩। এক্ষণে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিট্যান্সের কোন ধরণের কাগজপত্রাদি ব্যতীত বিদ্যমান হারে (২.৫০%) রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রযোজ্য হবে।

০৪। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপরোক্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।

০৫। এ নির্দেশনা অত্র সার্কুলার পত্র জারির তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে।

০৬। রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা/নগদ সহায়তা সংক্রান্ত ইতঃপূর্বে ইস্যুকৃত এফই সার্কুলার নং-৩১ তারিখঃ ০৬/০৮/২০১৯ এবং এর ধারাবাহিকতায় জারিকৃত সার্কুলার পত্রগুলোর অপরাপর নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

০৭। সংশ্লিষ্ট সকল পক্ষকে এতদবিষয়ে অবহিতকরণের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

Show CommentsClose Comments

Leave a comment