who is required to submit a tax return

টিআইএন থাকলেই কি আয়কর রিটার্ন দাখিল করতে হবে? যদিও উত্তর হচ্ছে না। সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তবে “আয়কর রিটার্ন দাখিল করতে হবে না” এই দলে সদস্যদের সংখ্যা খুবই কম। কার্যত যাহার একটি টিআইএন আছে তাকেই প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কারা আয়কর রিটার্ন দাখিল করবেন এবং যাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না; দুই পক্ষের তালিকায় এই লেখাতে পাবেন।

যাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে?

প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনারের নিকট সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য রিটার্ন দাখিল করিবেন, যদি-

(ক) সংশ্লিষ্ট আয়বর্ষে তাহার আয় এই আইনের অধীন করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে

করদাতা শ্রেণীকরমুক্ত সীমা
৬৫ বছর অনূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা৩,৫০,০০০ টাকা
মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা৪,০০,০০০ টাকা
তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতা৪,৭৫,০০০ টাকা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা৫,০০,০০০ টাকা

কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এ সুবিধা পাবেন।

(খ) সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে কোনো বৎসর তাহার কর নির্ধারণ করা হয়

(গ) উক্ত ব্যক্তি একটি কোম্পানি, কোনো শেয়ারহোল্ডার পরিচালক বা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার কর্মচারী, কোনো ফার্ম, কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তিসংঘ, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কোনো গণকর্মচারী হন বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রহিয়াছে

(ঘ) উক্ত ব্যক্তি, কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত, সংশ্লিষ্ট আয়বর্ষে এইরূপ কোনো আয় প্রাপ্ত হন, যাহা অংশ ৬ এর প্রথম অধ্যায়ের অধীন কর অব্যাহতি বা হ্রাসকৃত করহার সুবিধাপ্রাপ্ত

বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদানকৃত আয়।

ষষ্ঠ তফসিল এর অংশ ১ এ উল্লিখিত কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয়।

ষষ্ঠ তফসিল এর অংশ ২ এর অধীন কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ।

কোনো সমবায় সমিতি কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম হইতে অর্জিত আয় প্রদেয় কর হইতে অব্যাহতি প্রাপ্ত হইবে, যথা:- (ক) ফসল উৎপাদন; (খ) কুটির শিল্প পরিচালনা; (গ) ইহার সদস্যগণ কর্তৃক কৃষিজাত পণ্য বাজারজাতকরণ।

ফার্মের অংশীদারদের আয়।

(ঙ) ধারা ২৬১ অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি

(চ) উক্ত ব্যক্তির ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে

আয়কর আইনের ধারা ২৬৪ এ সরকারী সেবা ও ব্যাংকিং কার্যক্রমসহ মোট ৪৩টি সেবার সুবিধা নিতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এই ৪৩টি সেবার তালিকা জানতে এই লিংকে ক্লিক করুন

যাদের জন্য রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নাই

(ক) কোনো শিক্ষা প্রতিষ্ঠান-

(অ) যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠান এবং

(আ) যাহার ইংরেজি ভার্সন কারিকুলাম নাই

(খ) সরকারি বিশ্ববিদ্যালয়

(গ) বাংলাদেশ ব্যাংক

(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ

(ঙ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সায়ত্বশাসিত সংস্থা, যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নাই

(চ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্তা যাহাদের সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আয় নাই

(ছ) সরকারি ভবিষ্য তহবিল এবং সরকারি পেনশন তহবিল

(জ) কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি (fixed base) নাই

(ঝ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

About The Author

Leave a Reply

× Contact Support!