who do not need to file return

যাদের করযোগ্য আয় আছে বা পূর্বের ৩ বৎসরের ভিতর করযোগ্য আয় ছিলো, রিটার্ন প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধতা আছে তাদের সকলকেই সংশ্লিষ্ট কর দিবসের ভিতর আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী প্রতিষ্ঠান ও কয়েকটি বিশেষায়িত তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধতা থেকে অব্যাহতি প্রদান করেছে, যার তালিকা নিচে উল্লেখ করা হলো-

(ক) কোনো শিক্ষা প্রতিষ্ঠান-

(অ) যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠান; এবং

(আ) যাহার ইংরেজি ভার্সন কারিকুলাম নাই

(খ) সরকারি বিশ্ববিদ্যালয়

(গ) বাংলাদেশ ব্যাংক

(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ

(ঙ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সায়ত্বশাসিত সংস্থা, যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নাই

(চ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্তা যাহাদের সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আয় নাই

(ছ) সরকারি ভবিষ্য তহবিল এবং সরকারি পেনশন তহবিল

(জ) কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি (fixed base) নাই

(ঝ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

⭐️⭐️⭐️ আয়কর সম্পর্কে আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন ⭐️⭐️⭐️

About The Author

Leave a Reply

× Contact Support!