করদাতা কাকে বলে?

করদাতা

বাংলাদেশের সবাই করদাতা নয়। আয়কর আইনের ধারা ২(২২) এ করদাতার (Assessee) সংজ্ঞা দেওয়া হয়েছে। করদাতা বলতে কাদের বোঝানো হয়েছে জানতে হলে, আমরা আয়কর আইনের ধারা ২(২২) পড়লেই জানতে পারবো।

সহজ ভাষায় করারোপযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি করদাতা। কিন্তু এছাড়াও আয়কর আইনে আরও কয়েকশ্রেণীর ব্যক্তিও করদাতা হিসাবে গণ্য হবে। যথা:-

ক) এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি

(খ) এইরূপ প্রত্যেক ব্যক্তি-

(অ) যাহার আয়, অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণযোগ্য; অথবা

(আ) যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন কার্যক্রম গৃহীত হইয়াছে

(গ) যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে

(ঘ) কোনো রিটার্ন, দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি

(ঙ) কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি

(চ) এই আইনের কোনো বিধানের অধীন করদাতা বা খেলাপি করদাতা হিসাবে গণ্য কোনো ব্যক্তি

(ছ) যাহার বিরুদ্ধে এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে

⭐️⭐️⭐️ আয়কর সম্পর্কে আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

Leave a Comment