বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

কামরুল হাসান নূর

Updated on:

bkash from abroad

প্রবাসী বাংলাদেশিরা এখন সহজেই বিদেশ থেকে নিজের NID দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন এবং নিজেই বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন মুহূর্তেই! 

প্রবাসী বাংলাদেশীদের অনেকদিনের আশা অবশেষে পূর্ণ হতে যাচ্ছে। বিকাশ এখন দেশের বাইরে থেকেও ব্যবহার করা যাবে।

আজকের লেখায় আমরা জানবো বর্তমানে কোন কোন দেশ থেকে বিকাশ একাউন্ট খোলা যাচ্ছে, কিভাবে বাংলাদেশী জাতীয় পরিচপয়পত্র (NID) দিয়ে বিকাশ একাউন্ট খোলা যাবে, বিদেশ থেকে যেভাবে একাউন্ট নম্বর পরিবর্তন করা যাবে, এবং বিদেশে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম।

যেসব দেশে গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন

বাংলাদেশে আমরা যে বিকাশ একাউন্ট ব্যবহার করি বিদেশের বিকাশ একাউন্ট তার থেকে কিছুটা আলাদা। বিদেশের বিকাশ একাউন্টকে বলা হয় রেমিটেন্স বিকাশ একাউন্ট। এটি বিকাশের নতুন পাইলট প্রজেক্ট। তাই সবদেশ থেকেই বর্তমানে বিকাশ একাউন্ট ব্যবহার করা যাচ্ছে না। তবে যেসকল দেশে বেশি প্রবাসী থাকেন, প্রাথমিকভাবে সেইসকল দেশেই বিকাশ অ্যাপ ব্যবহার করার সুযোগ আছে। বর্তমানে ১২ টি দেশে গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। দেশসমূহ হলো:

যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, কুয়েত, বাহরাইন ও দক্ষিণ আফ্রিকা

বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগবে

বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে বেশি কিছুর প্রয়োজন নাই। আপনার যা যা প্রয়োজন হবে-

  • একটি স্মার্টফোন
  • বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (NID)
  • যেই দেশ থেকে বিকাশ একাউন্ট খুলবেন সেই দেশের আপনার মোবাইল নম্বর

বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলবেন যেভাবে How to open bKash Account from abroad

প্রথমে উপরে উল্লেখিত স্মার্টফোন, এনআইডি এবং বিদেশী মোবাইল নম্বর আপনার সঙ্গে রাখুন এবং বিকাশ অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. বিকাশ অ্যাপ ওপেন করুন এবং লগইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

২. আপনি যেদেশে অবস্থান করছেন সেই দেশ সিলেক্ট করুন এবং সেই দেশের আপনার একটি মোবাইল নম্বর দিন।

৩. আপনার বিদেশী মোবাইল নম্বরে একটি ভেরিকেশন কোড বা OTP যাবে। পরের ধাপে সেই OTP দিয়ে বিদেশী মোবাইলের ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৪. এই ধাপে আপনার বিদেশের আগমনের প্রমাণ হিসাবে পাসপোর্টে দেশ ত্যাগ/বিদেশে আপমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন

৫. এবার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ ছবি তুলুন

৬. পরের ধাপে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবি তুলুন

৭. সংক্রিয়ভাবে আপনার মোবাইল স্ক্রিনে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য উপস্থাপন করা হবে। যদি সবতথ্য ঠিকঠাক থাকে তাহলে Next বাটনে ক্লিক করে পরের ধাপে যান।

৮. এই ধাপে আবারও ব্যক্তিগত তথ্য দিন এবং Next বাটনে ক্লিক করুন।

৯. এইবার আপনার ৫ ডিজিটের পিন (PIN) দিন।

১০. আপনার বিকাশ একাউন্ট খোলার কাজ প্রায় শেষ। এবার আপনার বিদেশী মোবাইল নম্বর এবং ৫ ডিজিটের PIN দিয়ে বিকাশ অ্যাপে লগইন করুন।

১১. বিকাশ একাউন্টে আপনার নাম ও প্রোফাইল ছবি সেট করুন।

১২. অভিনন্দন। আপনার বিকাশ একাউন্ট খোলার কাজ শেষ। বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহার করুন।

বিদেশ থেকে যেভাবে বিকাশ মোবাইল নম্বর পরিবর্তন করবেন How to change bKash mobile number from abroad

যদি কারও বাংলাদেশের মোবাইল নম্বর দিয়ে বিকাশ একাউন্ট খোলা থাকে এবং বিদেশে যাওয়ার পরে সেই বিকাশ একাউন্ট ব্যবহার করতে চান, তাহলে তার নামে বিকাশ একাউন্টে যে মোবাইল নম্বর দেওয়া আছে তা পরিবর্তন করতে হবে। এইখানে আমরা দেখবো কিভাবে বিদেশ থেকে বিকাশ মোবাইল নম্বর পরিবর্তন করা যায়।

১. বিকাশ অ্যাপ খুললে লগইন এর ঠিক নিচেই বিকাশ নম্বর পরিবর্তন লেখা দেখতে পাবেন। বিকাশ মোবাইল নম্বর পরিবর্তনের জন্য উক্ত লেখায় ক্লিক করুন।

২. একটি নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন চেক করে পরের ধাপে যান।

৩. বর্তমান বাংলাদেশী মোবাইল নম্বর দিন।

৪. পরের ধাপে আপনার বিদেশী মোবাইল নম্বর দিন।

৫. বিদেশী মোবাইল নম্বরে একটি মোবাইল নম্বর ভেরিকেশন কোড বা OTP যাবে। সেই OTP টা দিয়ে Confirm লেখায় চাপ দিন।

৬. এই ধাপে আপনার বিদেশের আগমনের প্রমাণ হিসাবে পাসপোর্টে দেশ ত্যাগ/বিদেশে আপমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন

৭. পরের ধাপে আপনার ছবি তুলুন।

৮. ছবি যাচাই সম্পন্ন হলে আপনার বিদেশী নম্বরে এসএমএস এ একটি অস্থায়ী PIN নম্বর পাঠানো হবে, সেই অস্থায়ী PIN নম্বরটা দিন।

৯. এবার ৫ ডিজিটের নতুন PIN সেট করুন এবং Confirm লেখায় চাপ দিন।

১০. এবার আপনার বিদেশী মোবাইল নম্বর এবং ৫ ডিজিটের PIN দিয়ে বিকাশ অ্যাপে লগইন করুন।

১১. আগের মতো আবারও বিকাশ একাউন্টে আপনার নাম ও প্রোফাইল ছবি সেট করুন।

১২. এখন বিদেশ থেকে আপনার বিকাশ একাউন্টটি ব্যবহার করুন।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশে বিকাশ একাউন্টে টাকা আনবেন যেভাবে

বিদেশ থেকে পেওনিয়ার বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান (MTO) এর সেবাকেন্দ্র বা অ্যাপে যেয়ে সহজেই বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। বিদেশে বিকাশ একাউন্টে টাকা আনতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. পেওনিয়ার বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সেবাকেন্দ্র বা অ্যাপ এ যান

২. প্রয়োজনীয় তথ্য দিন

৩. আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিন

৪. যত টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণ দিন

Leave a Comment