আয়কর আইন ২০২৩ অনুযায়ী যেকোন ব্যবসায় প্রতিষ্ঠান (একমালিকানা, অংশীদারী অথবা কোম্পানী) আয়কর বৎসরে ব্যবসায় লাভ করুক অথবা না করুক, যদি নিম্নোক্ত করদাতার বৈশিষ্ঠ্যের শর্তসমূহ পূরণ হয়, তাহলে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের জন্য নূন্যতম আয়কর প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।

করদাতার বৈশিষ্ঠ্য

  • একমালিকানা প্রতিষ্ঠান যার বাৎসরিক গ্রস পাপ্তি ৩ কোটি বা তার বেশি
  • অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ যার বাৎসরিক গ্রস প্রাপ্তি ৫০ লাখের বেশি
  • যেকোন কোম্পানি

পূর্বের আইনে ব্যবসায় লাভ না হলে আয়কর দেওয়া লাগতো না। কিন্তু বর্তমান আইন লাভ-ক্ষতি যাহাই হউক, উপরের ৩টি শর্তের যেকোন একটি পূরণ হলেই নুন্যতম আয়কর দিতে হবে। নুন্যতম আয়কর কিভাবে নির্ধারিত হবে, তাহা নিচের ছকে উল্লেখ করা হলো:

ক্রমিক নংকরদাতার ধরণকর হার
তামাকজাত পণ্য প্রস্তুতকারীমোট প্রাপ্তির ৩%
কার্বোনেটেড বেভারেজমোট প্রাপ্তির ৫%
মোবাইল ফোন অপারেটরমোট প্রাপ্তির ২%
তামাকজাত পণ্য প্রস্তুতকারী বাদে যেকোন একমালিকানা ব্যবসায়ীমোট প্রাপ্তির .২৫%
অন্য কোন ক্ষেত্রেমোট প্রাপ্তির .৬০%

তবে শর্ত থাকে যে, পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য, উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ)।

Show CommentsClose Comments

Leave a comment